দেখতে দেখতে বিশ্বের করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে ভারত ৪ নম্বরে পৌঁছে গিয়েছে। যে হারে সংক্রমণ বাড়ছে, আমেরিকার পর ভারতের স্থান পেতে আর বেশি দেরি নেই। বৃহস্পতিবার করোনা আক্রান্তের নিরিখে ব্রিটেনকে টপকে বিশ্বের চতুর্থ স্থানে পৌঁছেছে ভারত। ভারতের আগে এখন রয়েছে আমেরিকা, ব্রাজিল, রাশিয়া। আমেরিকাতে আক্রান্তের সংখ্যা ২০ লক্ষের বেশি। আক্রান্ত ও মৃতের সংখ্যার ভিত্তিতে আমেরিকা গোটা বিশ্বের মধ্যে শীর্ষে।
আমেরিকার পর রয়েছে ব্রাজিল। আক্রান্তের সংখ্যা ৮ লক্ষের বেশি আছে। আর তৃতীয় স্থানে থাকা রাশিয়াতে আক্রান্তের সংখ্যা ৫ লক্ষের বেশি। কিন্তু মৃতের সংখ্যা অনেক কম। এদিকে ভারতে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের কাছাকাছি। লকডাউন চলার সময় দেশে আক্রান্তের সংখ্যা এত দ্রুত হারে বাড়েনি। মে মাসের শেষের দিকে ভারত ১০ নম্বরে ছিল। সেখান থেকে বৃহস্পতিবারের মধ্যে ভারত ৪ নম্বরে পৌঁছে গিয়েছে।
করোনা ভাইরাসের হটস্পট ইতালি ও স্পেনকেও টপকে গিয়েছে ভারত। আনলক ১ চালুর পর থেকে প্রতিদিনই দেশে আক্রান্তের সংখ্যা ১০ হাজারের কাছাকাছি থাকছে। আর প্রতিদিনই নতুন রেকর্ড করছে। আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যা ও পাল্লা দিয়ে বাড়ছে।