গত কয়েকদিন ধরেই জম্মু-কাশ্মীরে জঙ্গিদের সাথে গুলির লড়াই চলছে যৌথবাহিনীর। মঙ্গলবার সকাল থেকেই জম্মু-কাশ্মীরের সোপিয়ানে ফের গুলির লড়াই শুরু হয়েছে জঙ্গিদের সাথে যৌথবাহিনীর। জঙ্গিদের সাথে এনকাউন্টার চলে সেনা জওয়ানদের। জানা যাচ্ছে, এনকাউন্টারে খতম হয়েছে তিন জঙ্গি।
ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি ইনসাস এবং দুটি একে-৪৭ রাইফেল। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সোপিয়ানের টুরকওয়ানগাম এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে বলে খবর পান নিরাপত্তারক্ষীরা। সোমবার গভীর রাতে ওই এলাকায় অভিযান চালায় ৪৪ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা। মঙ্গলবার ভোর থেকে জঙ্গিদের সাথে গুলির লড়াই শুরু হয়। ভোর ৬টা পর্যন্ত গুলির লড়াই চলে।
গুলির লড়াই শেষ হলে ঘটনাস্থল থেকে তিন জঙ্গির দেহ এবং অস্ত্রশস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী। যৌথবাহিনীর তরফে ওই এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। মৃত জঙ্গিদের পরিচয় জানার চেষ্টা চলছে।