Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লাদাখে ভারত-চিন উত্তপ্ত, ভারতের হাতে আছে এই সাতটি ভয়ঙ্কর মিসাইল

সীমান্তে ভারত চীনের মধ্যে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে দুই দেশের মধ্যে। সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ থাকলেও ১৯৬২ সালের পর আর কখনও বড়…

Avatar

সীমান্তে ভারত চীনের মধ্যে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে দুই দেশের মধ্যে। সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ থাকলেও ১৯৬২ সালের পর আর কখনও বড় ধরণের যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়নি। গত সোমবার রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় চীন এবং ভারতীয় সেনার মধ্যে বিবাদ হয়, যেখানে ২০ জন ভারতীয় সেনা শহিদ হন। তারপর থেকেই ভারত চীন সীমান্তের পরিস্থিতি উত্তপ্ত।

বর্তমানে পরিস্থিতি ক্রমশ যেদিকে এগোচ্ছে তাতে যুদ্ধের আশঙ্কাই তৈরি হচ্ছে। যদি যুদ্ধ হয় তাহলে ভারতের হাতেও আছে মারাত্মক সমস্ত অস্ত্র ভান্ডার। গত কয়েক বছরে সামরিক শক্তি ক্রমশ বৃদ্ধি করেছে ভারত। দেখে নিন ভারতের হাতে থাকা এমনই সাতটি ভয়ঙ্কর মিসাইল। ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১. অগ্নি সিরিজ: একটি একটি প্লাস্টিক মিসাইল। এই সিরিজে মোট পাঁচটি মিসাইল আছে। এর মধ্যে অগ্নি-১ এর রেঞ্জ ৭০০ কিলোমিটার, অগ্নি-২ এর রেঞ্জ ২০০০ কিলোমিটার, অগ্নি-৩ এর রেঞ্জ ৩০০০ কিলোমিটার এবং অগ্নি-৪ ও অগ্নি-৫ এর রেঞ্জ ৫০০০ কিলোমিটার পর্যন্ত।

২. পৃথ্বী সিরিজ: ভারতের প্রথম তৈরি সম্পূর্ণ দেশীয় মিসাইল। পৃথ্বী-১ ও পৃথ্বী-২ এর রেঞ্জ ৩০০ কিলোমিটার পর্যন্ত এবং পৃথ্বী-৩ এর রেঞ্জ ৫০০ কিলোমিটার পর্যন্ত।

৩. ব্রহ্মোস: ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই মিসাইলটি। মাটি, আকাশ, জল, সাবমেরিন সব জায়গা থেকেই অবলীলায় ছোঁড়া যায় এই মিসাইলটি। এর রেঞ্জ ২০০-৩০০ কিলোমিটার।

৪. নাগ: এটি একটি অ্যান্টি ট্যাংক মিসাইল। DRDO তৈরি করেছে এই মিসাইলটি।

৫. ধনুষ: এই মিসাইলের রেঞ্জ ৫০০ কিলোমিটার। জল ও স্থল দুই জায়গাতেই আঘাত হানতে পারে এই মিসাইলটি।

৬. নির্ভয়: এটি একটি লং রেঞ্জ মিসাইল। ১০০০ কিলোমিটারের বেশি দূরে থাকা যে কোনো জিনিস ধ্বংস করে দিতে সক্ষম এই মিসাইলটি।

৭. প্রহার: এটিও ভারতে তৈরি একটি মিসাইল। এর রেঞ্জ ১৫০ কিলোমিটার।

About Author