সাময়িক হলেও স্বস্তির খবর দিল্লিবাসীর। আজ সকাল থেকেই দিল্লি ও এনসিআর-এর একাধিক এলাকাতে বৃষ্টিপাত শুরু হয়েছে।সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। দিল্লিতে বেশ কয়েকদিন ধরে গরমের তীব্রতা এতটা বেড়েছিল যে মানুষ নাজেহাল হয়ে গিয়েছিল। তাপমাত্রা ৪৭ ডিগ্রিও ছাড়িয়ে গেছিল। সেখানে এই সাময়িক বৃষ্টি মানুষকে স্বস্তি দিয়েছে।
মৌসম বিভাগ জানিয়েছিল, দিল্লি ও বিভিন্ন এলাকাতে ২৫ জুন বা তারপর বর্ষা ঢুকবে। ইতিমধ্যেই দেশের বেশ কিছু জায়গাতে বৃষ্টি প্রবেশ করে গিয়েছে। দিল্লির দিলশাদ গার্ডেন, দিলশাদ কলোনি, সিমপুরী ও উত্তরপ্রদেশের গাজিয়াবাদে প্রবল বৃষ্টি হচ্ছে। এর পাশাপাশি বইছে ঝোড়ো হাওয়া। ফলে পারদ নেমেছে।
Delhi: Rain lashes parts of the national capital; visuals from Burari. India Meteorological Department (IMD) has predicted cloudy sky with light rain for today. pic.twitter.com/zfRVOvpdQO
— ANI (@ANI) June 22, 2020
আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আর সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রির আশেপাশে থাকবে। কাল ও বৃষ্টি হতে পারে বলে জানা গেছে।