কত বছর বেঁচে থাকতে পারে করোনা ভাইরাস? কি জানালেন বিজ্ঞানীরা, জানুন
করোনা ভাইরাস মাইনাস ২০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ২০ বছর পর্যন্ত বাঁচতে পারে।
করোনা ভাইরাস নিয়ে নতুন আশঙ্কার কথা শোনালেন বিজ্ঞানীরা। সম্প্রতি চীনের এক বিখ্যাত এপিডেমোলজি সংস্থা জানিয়েছে, করোনা ভাইরাস মাইনাস ২০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ২০ বছর পর্যন্ত বাঁচতে পারে। এর আগে বিজ্ঞানীরা দাবি করেছিলেন, তাপমাত্রা কম হলে করোনা ভাইরাস দীর্ঘক্ষণ বেঁচে থাকতে পারে। এবার সেই দাবিতেই একপ্রকার শীলমোহর দিলো চীনের এই সংস্থা।
চীনের এই সংস্থার গবেষকদের দাবি, তাপমাত্রা বেশি হলে করোনার বেঁচে থাকার সময় বা ইনকিউবেশন পিরিয়ড কমে যায়। কিন্তু তাপমাত্রা যত কমতে থাকবে ততই ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড বাড়তে থাকবে। আর তাপমাত্রা যদি মাইনাসে পৌঁছে যায় তাহলে ইনকিউবেশন পিরিয়ড সবচেয়ে বেশি হয়। এপিডেমোলজিস্ট লি ল্যানজুয়ান বলেছেন, “করোনা ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড কতদিন চলবে তা নির্ভ করে পারিপার্শ্বিক তাপমাত্রা, বাতাসের আদ্রতা ইত্যাদির উপর। পরীক্ষা করে দেখা গেছে ৪ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ভাইরাস দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে। সাধারণ ঘরের তাপমাত্রায় এই ভাইরাস বেঁচে থাকতে পারে১৪ দিন পর্যন্ত কিন্তু তাপমাত্রা যদি মাইনাস ২০ ডিগ্রিতে নামিয়ে আনা হয় তাহলে এই ভাইরাস ২০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।”
এপিডেমোলজিস্টদের এই দাবির পরেই বেজিংয়ের ফ্রোজেন ফুড বাজার নিয়ে ফের আলোচনা শুরু হয়ে গিয়েছে। এই বাজারের সংরক্ষণ করে রাখা মাছ, মাংস থেকে করোনা ছড়িয়েছিল সেই অভিযোগ আগেই উঠেছিল। চীনে দ্বিতীয়বার ভাইরাস আক্রমণের পর এই বাজার সম্পূর্ণ সিল করে দেয় চীন সরকার। বিজ্ঞানীরা বলছেন, এই সব ফ্রোজেন সামুদ্রিক মাছে ভাইরাস অত্যন্ত তিন সপ্তাহ বেঁচে থাকতে পারে করোনা ভাইরাস। তবে চীনের বিজ্ঞানীদের এই দাবি কতটা সত্য যে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।