দেশনিউজ

LIVE : জাতির উদ্দেশ্যে ভাষন মোদির, দেখুন কী বলছেন

লকডাউনের সময় জনতা অনেক ভালোভাবে স্বাস্থ্যবিধি পালন করেছে। কিন্তু যে সময়ে স্বাস্থ্যবিধি বেশি করে পালন করা প্রয়োজন, সেসময় স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে।

Advertisement

আনলক ১-র শেষের দিনে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা মোকাবিলায় ভারতের অবস্থা অন্য দেশের তুলনায় অনেক ভালো আছে। লকডাউনের সময় জনতা অনেক ভালোভাবে স্বাস্থ্যবিধি পালন করেছে। কিন্তু যে সময়ে স্বাস্থ্যবিধি বেশি করে পালন করা প্রয়োজন, সেসময় স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে।

অনেক জায়গা থেকে স্বাস্থ্যবিধি উপেক্ষা করা হচ্ছে। কনটেনমেন্ট জোনে নজর কড়া করতে হবে। কনটেনমেন্ট জোন-এ নিয়ম ভাঙলেই কড়া ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে জেলা প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতে হবে। এটা ১৩০ কোটি ভারতবাসীর জীবন রক্ষার বিষয়।

৮০ কোটি দেশবাসীর জন্য নভেম্বরের শেষ পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়া হবে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার বিস্তার করা হয়েছে। এই যোজনাতে প্রত্যেক সদস্য ৫ কেজি চাল বা গম দেওয়া হবে। প্রত্যেক পরিবার প্রতি মাসে  ১ কেজি করে ছোলা পাবেন। এর জন্য ৯০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Related Articles

Back to top button