Today Trending Newsব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ, ফের দাম বাড়ল রান্নার গ্যাসের, জানুন নতুন দাম কত?

Advertisement

অরূপ মাহাত: জুলাই মাসের শুরুতেই মধ্যবিত্তের চিন্তা বাড়লো৷ দেশের তেল বিপননকারী সংস্থাগুলি ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বৃদ্ধির কথা ঘোষণা করেছে৷ দিল্লিতে এই ভর্তুকিহীন ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ টাকা বাড়ানো হয়েছে৷ যার ফলে, সিলিন্ডার প্রতি গ্যাসের দাম বেড়ে ৫৯৪ টাকাতে এসে পৌঁছেছে৷ দেশের অন্যান্য শহরেও বুধবার থেকেই বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের দাম৷

সিলিন্ডার প্রতি কলকাতায় ৪ টাকা, মুম্বইয়ে ৩ টাকা ৫০ পয়সা এবং চেন্নাইয়ে ৪ টাকা দাম বেড়েছে এলপিজি গ্যাসের৷ এর মধ্যেই অবশ্য রয়েছে ভালো খবরও। ১৯ কেজি সিলিন্ডারের দাম কমিয়েছে তেল বিপননকারী সংস্থাগুলো৷ এর আগে জুন মাসে দিল্লিতে ১১ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়েছিল ১৪.২ কেজির ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম৷

ভারতের অন্যতম তেল বিপণনকারী সংস্থা ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের ওয়েবসাইটে বিভিন্ন শহরে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। সেই তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে, দিল্লিতে সিলিন্ডার প্রতি ১ টাকা বেড়ে রান্নার গ্যাসের দাম হয়েছে ৫৯৪ টাকা৷ কলকাতায় ৪ টাকা ৫০ পয়সা বেড়ে ৬১৬ টাকা থেকে ৬২০.৫০ টাকাতে এসে ঠেকেছে ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম৷ মুম্বইয়ে ৪ টাকা বেড়ে ৫৯০ টাকা থেকে ৫৯৪ টাকা হয়েছে এই দাম৷ চেন্নাইয়ে ৪ টাকা বেড়ে ৬০৬.৫০ টাকা থেকে ৬১০.৫০ টাকা হয়েছে৷ তবে ১৯ কেজি সিলিন্ডারের দাম ১১৩৯ টাকা ৫০ পয়সা থেকে কমে ১১৩৫ টাকা হয়েছে দিল্লিতে৷

Related Articles

Back to top button