দেশনিউজ

লুকিয়ে পাকিস্তানের সাথে যোগসূত্র করছে চীন, লাদাখে কয়েক হাজার সৈন্য পাঠাচ্ছে পাকিস্তান

দুই পক্ষই শান্তি বজায় রাখতে চেষ্টা করছে। কিন্তু লুকিয়ে চীন অন্য মতলব করছে।

Advertisement

করোনা আবহের মধ্যেও যুদ্ধের পরিস্থিতি তৈরী হচ্ছে দেশে। ক্রমাগত পাকিস্তানের জঙ্গিরা ভারতীয়  আঘাত করছে। ভারত ও  দিয়েছে। এর মধ্যেই আবার রয়েছে ইন্দো-চীন সংঘাত। বারবার চীনের সাথে ভারতের বৈঠক চলছে। দুই পক্ষই শান্তি বজায় রাখতে চেষ্টা করছে। কিন্তু লুকিয়ে চীন অন্য মতলব করছে। ভারতকে আঘাত দেবার জন্য যোগসূত্র স্থাপন করছে শত্রু দেশ পাকিস্তানের সাথে। আর এই সুযোগ নিচ্ছে পাকিস্তান। চীনকে সাহায্যের জন্য আসছে পাক সেনা।

সূত্রের খবর অনুযায়ী, গিলগিট-বালতিস্তান এলাকার দিকে প্রায় ২০ হাজার সৈন্য পাঠিয়েছে ভারতীয় সেনা। ইন্ডিয়া টুডে- অনুযায়ী, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-র সঙ্গে লুকিয়ে বড়সড় প্ল্যান কষছে চীন।  শুধু তাই নয়, পাকিস্তানের কুখ্যাত ‘ব্যাট’ বাহিনীকে নিয়ে হামলা চালানোর পরিকল্পনাও করা হচ্ছে বলে জানা গেছে।

মঙ্গলবার ভারত ও চীনের মধ্যে ১০ ঘন্টা ধরে কমান্ডদের সাথে বৈঠক চলেছে। সেখানে গালওয়ান ভ্যালি ও প্যাংগং লেক সহ অন্যান্য জায়গা থেকে খুব দ্রুত সেনা সরানোর কথা বলেছে ভারত।  কিন্তু চীন এবং পাকিস্তান উভয় ভারতের সাথে সামনাসামনি যুদ্ধের দিকে যাবার চেষ্টা করছে।

Related Articles

Back to top button