গালওয়ানে উপত্যকায় ১-২ কিমি পর্যন্ত সেনা পিছু হাঁটল চিন, সরছে তাবু, গাড়ি
অরূপ মাহাত: নয়াদিল্লি ও বেজিংয়ের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল তা কমে আসার ঈঙ্গিত মিলেছে। চিনের তরফে বড় পদক্ষেপ এই সম্ভাবনাকে বাড়িয়ে তুলেছে। চিনের সেনাবাহিনী বিতর্কিত সেই জায়গা থেকে ১ থেকে ২ কিমি সরিয়ে নিয়েছে নিজেদের সেনা ছাউনি। তবে, এলাকায় এখনও রয়েছে সাঁজোয়া গাড়ি।
এ বিষয়ে কর্পস কমান্ডার স্তরের আলোচনায় একমত হয়েছেন দুই দেশের প্রতিনিধিরাই। বিভিন্ন সংবাদসংস্থায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে, চিনা ভারী সাঁজোয়া যানবাহন গালওয়ান নদী অঞ্চলে উত্তেজনা প্রবণ এলাকায় উপস্থিত রয়েছে। ফলে, ভারতীয় সেনাবাহিনী অত্যন্ত সতর্কতার সাথে সমগ্র পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
সংবাদে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে যে, লাদাখের গালওয়ান থেকে ভারতীয় ও চিনা সেনাদের সরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। সূত্রের খবর, গত ৪৮ ঘন্টার মধ্যে তীব্র কূটনৈতিক, সামরিক বৈঠক এবং যোগাযোগের ফলাফল এই শান্তি প্রতিষ্ঠা। এই বৈঠকগুলি চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাম্প্রতিক লাদাখের লেহ্ সফরে যান।
সেখানে উত্তরের প্রতিবেশীকে একটি সিদ্ধান্তমূলক ও দৃঢ় বার্তা দেন তিনি। সংবাদসংস্থা এএনআই ভারতের এক আধিকারিক জানিয়েছেন, ‘এলএসি তে ভারতের দায়িত্বশীল অবস্থান ও বার্তা বিশ্বব্যাপী স্বীকৃত হয়েছে। বেজিংয়ে ভারত-চীন সম্পর্কের ক্ষেত্রে যারা প্রতিনিধিত্ব করেছেন তারাও এই মতামত নিয়েছে যে বর্তমান অবস্থানটি আগে সমাধান করা উচিত। এরকমই ভারতের তরফে সিদ্ধান্ত মূলক পোস্ট করা হয়।’