কলকাতানিউজরাজ্য

লকডাউন বাড়ানোর পথে উত্তর ২৪ পরগনা, বিশেষ নজরে ৫ এলাকা

উত্তর ২৪ পরগনার ৫ এলাকাকে বিশেষ করে চিহ্নিত করা হয়েছে।

Advertisement

করোনা সংক্রমণ রুখতে ফের লকডাউনের ঘোষণা রাজ্যের। উত্তর ২৪ পরগণা জেলাতে করোনা সংক্রমণ ক্রমাগত বেড়েই চলেছে। যার জন্য এই জেলাতে লকডাউন আরও কড়াভাবে পালনের জন্য নবান্নে প্রস্তাব পাঠিয়েছেন উত্তর ২৪ পরগনার জেলা শাসক। উত্তর ২৪ পরগনার ৫ এলাকাকে বিশেষ করে চিহ্নিত করা হয়েছে। এই ৫ এলাকা হল- ব্যারাকপুর, বনগাঁ, বসিরহাট, বারাসাত, বিধাননগর।

সূত্রের খবর অনুযায়ী। হঠাৎ করেই লকডাউন ঘোষণা করা হবে না। ২ দিন প্রচার করা হবে, সঙ্গে সরকারি বিজ্ঞপ্তি ও জারি করা হবে। ১৪ দিনের লকডাউন হলেও ১০ দিন পর একটা রিভিউ করা হবে। এরপরেই আবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

নবান্নে ১৪ দিনের প্রস্তাব পাঠানো হয়েছে, সেই প্রস্তাবে বলা হয়েছে-

১) বাস, টোটো, অটো সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।

২) অফিসে কর্মীর উপস্থিতির হার ২০ শতাংশ করতে হবে।

৩) ধর্মীয় স্থান পুরোপুরি বন্ধ করে দিতে হবে।

৪) বিমান চলাচল বন্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

৫) সব মল, রেস্টুরেন্ট বন্ধ করে দিতে হবে।

৬) প্রত্যেককে মাস্ক পড়তে হবে।

৭) সামাজিক দূরত্ব মানা বাধ্যতামূলক।

৮) জরুরি পরিষেবা আগের মত চালু করতে হবে।

Related Articles

Back to top button