রাজ্যে ফের লকডাউন। এবার খুব কড়াকড়ি করেই লকডাউন করার পথে রাজ্য সরকার। আগামী ৯ জুলাই বৃহস্পতিবার বিকেল ৫ টা থেকে রাজ্যের সব কন্টেনমেন্ট জোনে লকডাউন ঘোষণা করল রাজ্য সরকার। তবে এবার শুধু যে কন্টেনমেন্ট জোন লকডাউন হবে এমন নয়, কন্টেনমেন্ট জোনের সাথেই বাফার জোনগুলিতেও লকডাউন কড়াকড়ি করার নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।
মঙ্গলবার নবান্নে বৈঠকে বসেছিল করোনা মোকাবিলায় গঠিত টাস্ক ফোর্স। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয় আগামী বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে এলাকাভিত্তিক কনটেইনমেন্ট জোন ও বাফার জোনে কড়া লকডাউন শুরু হবে। এই সিদ্ধান্ত সব জেলাশাসকদের জানিয়ে দেওয়া হয়েছে। তাঁরা সিদ্ধান্ত নেবেন, জেলার কোথায়-কোথায় লকডাউন করতে হবে। এদিকে রাজ্য প্রশাসনের সব থেকে বেশি নজরে রয়েছে সাতটি জেলা। সেগুলি হল- কলকাতা, হাওড়া, হুগলি, শিলিগুড়ি,মালদা, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা।
এই লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সব পরিষেবা বন্ধ থাকবে। বন্ধ থাকবে সব সরকারি ও বেসরকারি অফিস। শিল্প-কারখানা, বাজার-দোকান সমস্ত কিছুই বন্ধ থাকবে। যান চলাচলও করা যাবে না। কেউ বাড়ির বাইরে বেরোতে পারবেন না।