১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর দেশের প্রথম প্রধানমন্ত্রী পদে যোগদান করেন জওহরলাল নেহরু। আর এবারে তাকে ‘ক্রিমিনাল’ বললেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। কাশ্মীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩৭০ ধারা বিলোপ করা নিয়ে তিনি বলেন, “জওহরলাল নেহরু একজন ক্রিমিনাল। সেসময় ভারতীয় সেনাদের সঙ্গে যখন পাক উপজাতীয়দের লড়াই হচ্ছিল, তখন যুদ্ধবিরতি ঘোষণা করেন নেহরু। একাজ না করলে এতদিন কাশ্মীর নিয়ে এত জট থাকতো না। পুরো কাশ্মীরটাই আমাদের হতো”। এরপরেই নয়া বিতর্ক শুরু হয়ে যায়। নেহেরুকে ‘ক্রিমিনাল’ বলায় দেশজুড়ে সমালোচনার শিকার শিবরাজ সিং চৌহান।
Related Articles
Bank Holiday: আগামীকাল বন্ধ থাকবে ব্যাংক পরিষেবা, জেনে নিন কেন ছুটি ঘোষণা করেছে RBI
December 11, 2024
Free Aadhaar Update: হাতে মাত্র ৪ দিন বাকি! তারপর আধার সম্পর্কিত কাজ করতে খরচ করতে হবে, জানুন বিস্তারিত
December 11, 2024