Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পুলিশের জালে কানপুরের ডন, মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার বিকাশ দুবে

উত্তরপ্রদেশের কানপুরের ডন বিকাশ দুবেকে গ্রেফতার করল পুলিশ। গত সপ্তাহে পুলিশের ওপর হামলা চালায় সে, এই হামলার ফলে ৮ পুলিশকর্মী নিহত হন। তারপরেই থেকেই পলাতক ছিল বিকাশ দুবে। সূত্র মারফত…

Avatar

উত্তরপ্রদেশের কানপুরের ডন বিকাশ দুবেকে গ্রেফতার করল পুলিশ। গত সপ্তাহে পুলিশের ওপর হামলা চালায় সে, এই হামলার ফলে ৮ পুলিশকর্মী নিহত হন। তারপরেই থেকেই পলাতক ছিল বিকাশ দুবে। সূত্র মারফত খবর পেয়ে আজ মধ্যপ্রদেশ থেকে এই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই অভিযুক্তের বিরুদ্ধে খুন, অপহরণ, জোরজুলুম সহ মোট ৬০ টি মামলা দায়ের করা হয়েছে।

আজ যখন বিকাশ দুবেকে গ্রেফতার করছিল পুলিশ। ঠিক একই সময়ে অন্যদিকে পুলিশের এনকাউন্টারে নিহত হয় তাঁর অন্যতম সহযোগী প্রভাত মিশ্র। ৮ জন পুলিশকর্মী হত্যাকাণ্ডে এই প্রভাত মিশ্র যুক্ত ছিলেন। ট্রানজিট রিমান্ডে ফরিদাবাদ থেকে কানপুরে আনার সময় সে পালানোর চেষ্টা করলে তাঁকে পুলিশ গুলি করে দেয়। গতকাল পুলিশের গুলিতে নিহত হন বিকাশের ডানহাত বলে পরিচিত অমর দুবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ফরিদাবাদে হরিয়ানা পুলিশ অভিযান চালায়। আর সেই সময় প্রভাত, অংকুর ও শ্রাবণকে গ্রেফতার করা হয়। এদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

About Author