Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সতর্ক হোন, করোনা সংক্রমণ রুখতে জারি হল কম্যান্ডো

এবার করোনা ভাইরাস সংক্রমণ রুখতে কম্যান্ডো মোতায়েন করল কেরল। জানা গিয়েছে, কেরলের তিরুবনন্তপুরমের একটি গ্রাম থেকে হু হু করে বাড়ছিল করোনা সংক্রমণ। আর এর পরই ওই গ্রামে প্রশাসন কম্যান্ডো মোতায়েনের…

Avatar

এবার করোনা ভাইরাস সংক্রমণ রুখতে কম্যান্ডো মোতায়েন করল কেরল। জানা গিয়েছে, কেরলের তিরুবনন্তপুরমের একটি গ্রাম থেকে হু হু করে বাড়ছিল করোনা সংক্রমণ। আর এর পরই ওই গ্রামে প্রশাসন কম্যান্ডো মোতায়েনের সিদ্ধান্ত নেয় কড়াকড়ি জারি রাখতে। ওই গ্রাম ইতিমধ্যে ঘিরে ফেলেছে ২৫ জন কম্যান্ডো। পুন্থুরা নামক ওই গ্রামে প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, বাড়ির বাইরে কেউ অপ্রয়োজনে বেরোলে তাঁকে ধরে নিয়ে যাওয়া হবে কোয়ারেন্টাইন সেন্টারে।

গত ৫ দিনে ওই গ্রামে ৬০০ জন গ্রামবাসীর করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ১১৯ জনের করোনা সংক্রমণ রিপোর্ট পজিটিভ এসেছে। কেরলের ওই গ্রামের একজন করোনা লড়াইয়ের অন্যতম চিকিৎসক মহম্মদ আসিল জানিয়েছেন, যখন কোনো করোনা আক্রান্ত ব্যক্তি যদি আরও ৬ জনকে আক্রান্ত করে তবে তাঁকে ‘সুপার স্প্রেডার’ বলা হয়। আর পুন্থুরা নামক ওই গ্রামে এরকম অনেক ‘সুপার স্প্রেডার’ রয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিকে গ্রামের প্রায় সকলেই মৎসজিবি। এর আগে একজন মৎসজিবির করোনা সংক্রমণ হয়। যেহেতু বাকিরা মৎসজিবি তাই ক্রমে গ্রামে হু হু করে ছড়িয়ে যায় করোনা সংক্রমণ। তবে এই পরিস্থিতিকে শক্তভাবে মোকাবিলা করছেন বিজয়ন সরকার। করোনা সংক্রমিত ওই মৎসজিবির মাধ্যমে আরও ২৭০ জন মৎসজিবি করোনা সংক্রমিত হয়েছেন, এমনটাই জানা গিয়েছে। এদিকে গ্রামটি যেহেতু সিল করা হয়েছে তাই প্রশাসনের তরফে গ্রামের প্রত্যেক বাড়িতে ৫ কেজি করে চাল পাঠানো হয়েছে।

About Author