Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নয়া অবতারে হাজির দক্ষিণের সুপারস্টার প্রভাস, দেখুন ছবির প্রথম ঝলক

Updated :  Friday, July 10, 2020 10:17 AM

কৌশিক পোল্ল্যে: আজ সকাল 10 টায় প্রকাশিত হলো দক্ষিণের সুপারস্টার প্রভাসের নতুন সিনেমার ফার্স্ট লুক যার নাম ‘রাধে শ্যাম’। সাউথ ইন্ডিয়ান সিনেমার পাশাপাশি প্রভাস কাজ করতে শুরু করেছেন বলিউড ইন্ডাস্ট্রির দিকেও তারই প্রতিফলন হিসেবে বলিউড এবং দক্ষিণ এর যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে সিনেমা। প্রথম পোস্টারেই রোমান্টিক অবতারে ধরা দিলেন নায়ক মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ছবিতে লাল গাউনে সজ্জিত মোহময়ী অভিনেত্রী পূজা হেগডের বাহুবন্ধনে আলিঙ্গনরত অভিনেতা প্রভাস। ‘সাহো’র পর আবারো ছক ভাঙ্গা চরিত্রে নিজেকে দিব্যি মানিয়ে নিয়েছেন অভিনেতা। সিনেমার কাজ এবং শুটিং সংক্রান্ত কোনো বিশেষ তথ্য পোস্টার ক্যাপশনে পাওয়া যায়নি তবে নির্মাতাদের উল্লেখ সেখানে অবশ্যই রয়েছে। প্রভাসের পোস্ট করা সেই জমজমাট পোষ্টের নিচে রইল শুধুমাত্র আপনার জন্য।