লাদাখ সীমান্তে ভারতীয় ও চিনা সেনাবাহিনীর সংঘর্ষের পর এবার পাকিস্তানকে চারটি সশস্ত্র ড্রোন দিল চিন। চিনের তরফে পাকিস্তানকে যে চারটি অ্যাটাক দেওয়া হয়েছে তার প্রধান উদ্দেশ্য চিন ও পাকিস্তানের ইকোনমিক করিডোর ও গাদর বন্দরকে রক্ষা করা। বিশেষ সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, আগামীদিনে পাকিস্তানের সঙ্গে সমন্বয়ে ৪৮ জিজে-২ ড্রোন বানাবে চিন। কিন্তু এর পিছনে অন্য কোনো অভিসন্ধি রয়েছে তাই নিয়ে চর্চা চলছে বিশেষজ্ঞ মহলে।
এমন করেই নিজের সামরিক শক্তি বৃদ্ধি করছে পাকিস্তান। গাদর বন্দরে ইতিমধ্যেই চিনা নৌবাহিনী ঘাঁটি গেড়ে রয়েছে। তবে চিনকে চাপে রাখতে সমান ভাবে প্রস্তুতি নিচ্ছে নয়াদিল্লিও। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে শক্তিশালী Predator-B Drone কিনছে ভারত। চিন পাকিস্তানের কাছে যে দুটি ড্রোন দিয়েছে তাতে প্রতিটিতে দুটি ড্রোন ও একটি করে গ্রাউন্ড স্টেশন আছে। ওই ড্রোনগুলিতে উইং লুং টু- এর নতুন রূপে তৈরি।
আর এই ড্রোন অস্ত্রবাহী ড্রোন। যা একইসাথে ১২ টি ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। স্টকহোলম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, উইং লুং-১১ এর সংস্করণ এই ৪৮ জিজে-২ ড্রোন আগে চিন আলজেরিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহি, কাজাখান্তান, তুর্কিমেনিস্তানে বিক্রি করেছে চিন। এবার সেই তালিকায় যুক্ত হল পাকিস্তান।