দেশনিউজ

কংগ্রেসের কড়া সিদ্ধান্ত, দলের দুই গুরুত্বপূর্ণ পদ থেকে বরখাস্ত সচিন পাইলট

সচিনকে উপমুখ্যমন্ত্রীর পদ ও দলের রাজ্য সভাপতির পদ থেকে বরখাস্ত করল কংগ্রেস।

Advertisement

সচিন পাইলট ও তার ঘনিষ্ঠদের এবার পদ থেকে বরখাস্ত করল কংগ্রেস। গতকাল জল্পনা কল্পনা উড়িয়ে যদিও সচিন পাইলট জানিয়েছিলেন, “বিজেপিতে যাওয়ার কোনো প্রশ্নই নেই”। এদিন মঙ্গলবার রাজস্থান কংগ্রেস বিধায়ক দলের বৈঠকে সচিন সহ অনুপস্থিত ছিলেন তাঁর ঘনিষ্ঠরা। এরপর আরও কড়া পদক্ষেপ নিল কংগ্রেস। সচিনকে উপমুখ্যমন্ত্রীর পদ ও দলের রাজ্য সভাপতির পদ থেকে বরখাস্ত করল কংগ্রেস।

সচিন ঘনিষ্ঠ সহ তাঁকে ছাঁটাইয়ের কথা প্রথম জানান কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা। উপমুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত রাজমন্ত্রী সচিন পাইলট, পর্যটনমন্ত্রী বিশ্বেন্দ্র সিংহ, খাদ্য ও অসামরিক জোগান মন্ত্রী রমেশ মীনাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকেও ছাঁটাই করা হয়েছে সচিনকে। সেই পদে আনা হয়েছে গোবিন্দ সিং দোতাস্রাকে। এবার তিনিই ওই পদের দায়িত্ব সামলাবেন।

এদিন কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা জানান, “এটি খুবই দুঃখজনক যে বিজেপির কথায় প্রভাবিত হয়েছেন সচিন পাইলট সহ তাঁর সঙ্গীরা। সচিন পাইলটকে মাত্র তিরিশ বছর বয়সে কেন্দ্রীয় মন্ত্রী করা হয়। চল্লিশ বছরে সচিন রাজস্থানের উপমুখ্যমন্ত্রী পদের ক্ষমতা পান। কিন্তু তিনি ও তাঁর অনুগামীরা অন্য দলের ফাঁদে পা দিয়ে ফেলেছেন দেখে খুবই খারাপ লাগছে”।

দল থেকে ছাঁটাই হওয়ার পর সচিন পাইলট টুইট করে জানান, সত্যিটা সহজ না হলেও তাঁকে হারানো কঠিন। সচিন ঘনিষ্ঠ বিশ্বেন্দ্র সিংহ ও রমেশ মীনা জানিয়েছেন, ” গত ছয় বছরে অনেক শক্ত হাতে সবকাজ করেছি। নিজের দলকে রাজ্যে ক্ষমতায় এনেছি। এরপরও সচিনের সঙ্গে কংগ্রেসের এমন হেনস্তা মানা যায় না”।

Related Articles

Back to top button