বলিউড

প্রকাশ্যে এলো রাখি সাওয়ান্তের ব্রাইডাল লুকের রহস্য!

Advertisement

কিছুদিন আগে হাতে ব্রাইডাল চুরি, মেহেন্দি, মাথা ভর্তি সিঁদুর এই রকম সদ্য বিবাহিতার সাজে সোশাল মিডিয়াই ছবি পোস্ট করেছিলেন বলিটাউনের ‘কন্ট্রোভার্সি কুইন ‘ রাখি সাওয়ান্ত। তার ছবিগুলি যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তখন রাখিকে অনেকে জিজ্ঞাসা করেছিলেন তিনি কি বিয়ে করে ফেলেছেন? তার উত্তরে রাখি বলেছিলেন , ছবিগুলো ব্রাইডাল ফোটোশ্যুটের। অবশেষে এই সপ্তাহের শুরুতে নিজের বিয়ের কথা প্রকাশ্যে আনেন রাখি। জানান যে সম্প্রতি তিনি এক ব্রিটিশ NRI বিজনেসম্যানের সঙ্গে বিয়ে করেছেন তিনি। 30 জুলাই মুম্বইয়ের জেডাব্লু মেরিয়টে এই বিবাহ সম্পন্ন হয়েছে।

কথাটি সবার থেকে লুকিয়ে রাখার ব্যাপারে তিনি জানান, ‘আমি ভয় পেয়ে গেছিলাম। তবে হ্যাঁ, আমি বিয়ে করেছি। আমি খবরটি নিশ্চিত করছি।’ তিনি আরও বলেন, ‘ আমার স্বামী মিডিয়া পছন্দ করেন না। কারও সামনে আসতে চাননি তিনি। বিয়ে হয় দুই পরিবারের মাঝে, তাতে গোটা পৃথিবীকে ডাকার কি আছে?’ তিনি জানান তার স্বামীর নাম রীতেশ। তার কাছে তার স্বামী পরমেশ্বর।

Related Articles

Back to top button