দেশনিউজ

জলপথে হামলার ছক কষছে পাকিস্তান, প্রস্তুত ভারতও! তাহলে কি এবার যুদ্ধ শুরু?

Advertisement

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই বদলা নেওয়ার চেষ্টাই আছে পাকিস্তান। গোয়েন্দাদের সূত্র অনুযায়ী ভারতে বড়সড় হামলার চক কষছে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলো। সূত্র অনুযায়ী ভারতীয় জলপথে হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা। শনিবার ভারতীয় নৌবাহিনী বলছে , এটি একটি হাই অ্যালার্ট এবং আমরা যেকোনো হামলা রুখতে এবং পরাস্ত করতে প্রস্তুত। শনিবারের সূত্র অনুযায়ী ‚ ‘সমুন্দরি জিহাদ’ সহ ভারতের জলপথে কিভাবে হামলা চালাবে জঙ্গিরা তার ট্রেনিং চলছে পাক উপকূলে। সমস্ত নৌ স্টেশনগুলিকেও হাই অ্যালার্টে রাখা হয়েছে।

Related Articles

Back to top button