Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

৫৯টি নিষিদ্ধ চীনা অ্যাপ সংস্থাকে কড়া হুঁশিয়ারি কেন্দ্রের, মানতে হবে নির্দেশ

Updated :  Wednesday, July 22, 2020 12:20 PM

সম্প্রতি সীমান্ত সম্পর্কিত ভারত-চীন মধ্যবর্তী উত্তেজনার কারণে ভারত সরকার ৫৯ টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে। এই বিষয়ে তাদের তরফে জানানো হয়েছে যে, জাতীয় নিরাপত্তার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার মঙ্গলবার কেন্দ্রীয় সরকার ওই সংশ্লিষ্ট সংস্থাগুলিকে এই আদেশ পালনের জন্য কড়া হুঁশিয়ারি দিয়েছে।

গত ২৯শে জুন টিকটক সহ মোট ৫৯ টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত সরকার। এই নিষিদ্ধ অ্যাপগুলির সংস্থা যদি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের অভ্যন্তরে অ্যাপগুলি ব্যবহারের উপায় সরবরাহ করে তবে সেটি সরকারি আদেশের লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে বলে জানা গিয়েছে।

উক্ত সংস্থাগুলিকে পাঠানো একটি বিবৃতিতে বলা হয়েছে যে, এই নিষেধাজ্ঞা দেশের সার্বভৌমত্ব ক্ষমতা এবং তথ্যপ্রযুক্তি আইনের এ৬৯ ধারার মাধ্যমে জারি করা হয়েছে। তাই সংস্থাগুলিকে এই নিষেধাজ্ঞা কঠোরভাবে পালন করতে হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সরকার।