দেশনিউজ

এবার মায়ানমার সীমান্তে জঙ্গিদের সাথে গোলাগুলি, শহীদ হলেন অসম রাইফেলসের তিন জওয়ান

বৃহস্পতিবার সকালে মণিপুরের চান্দেল জেলার মায়ানমার সীমান্তের কাছে এই গোলাগুলির ঘটনা ঘটে। জঙ্গিদের গুলিতে শহীদ হয়েছেন অসম রাইফেলসের ৩ জওয়ানের।

Advertisement

ফের জঙ্গিদের সাথে লড়াইয়ে শহীদ হলেন ৩ জন জওয়ান। বৃহস্পতিবার সকালে মণিপুরের চান্দেল জেলার মায়ানমার সীমান্তের কাছে এই গোলাগুলির ঘটনা ঘটে। জঙ্গিদের গুলিতে শহীদ হয়েছেন অসম রাইফেলসের ৩ জওয়ানের। এছাড়া গুরুতর জখম হয়েছেন আরও ৪ জন জওয়ান।

মণিপুরের রাজধানী ইমফল থেকে ১০০ কিমি দূরে চান্দেল জেলার কাছে ঘটনাটি ঘটেছে বলে প্রশাসনিক সূত্রে খবর পাওয়া গেছে। আহত জওয়ানদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। এখন জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে এলাকা জুড়ে।

সূত্রের খবর অনুযায়ী, গোপন সূত্রে খবর পেয়ে মায়ানমার সীমান্তের কাছে মণিপুরের চান্দেল জেলাতে তল্লাশি চালাচ্ছিলেন অসম রাইফেলসের ৪ নম্বরের জওয়ানরা। তখন হঠাৎ করে প্রথমে আইইডি বিস্ফোরণ ঘটায় স্থানীয় জঙ্গি সংগঠন পিপলস লিবারেশন আর্মি-র সদস্যরা। জঙ্গিরা এলোপাথারি গুলি চালায় জওয়ানদের উপরে। তখন ওই গোলাগুলির জেরে তিনজন জওয়ান শহীদ হন। আর বাকি ৪ জন জখম হয়েছেন।

Related Articles

Back to top button