গোটা বিশ্বের কাছে করোনার টিকা পৌঁছে দেবে আমেরিকা, জানাল ডোনাল্ড ট্রাম্প
করোনার সংক্রমণের কারনে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা করোনার প্রতিষেধক আবিস্কারের মরিয়া হয়ে উঠেছেন। আক্রান্ত ও মৃত্যু মিছিল থামাতে একমাত্র অবলম্বন প্রতিষেধক আবিস্কার। এবার আশার কথা শোনাল মার্কিন যুক্তরাষ্ট্র। এবার বিশ্বের অন্যান্য দেশে করোনার টিকা পৌঁছে দেবে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ২০২০ এর শেষে বা ২০২১ এর শুরুতে করোনার প্রতিষেধক তৈরি হয়ে যাবে।
তারপরেই আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশ এই প্রতিষেধক পাবে। মোডের্না সংস্থার তৈরির প্রতিষেধকই স্বপ্ন দেখাচ্ছে আমেরিকাকে। গত সোমবার মোডের্নার প্রতিষেধকের তৃতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে। জানা গিয়েছে, প্রায় ৩০,০০০ ভলান্টিয়ার যাঁরা করোনা সংক্রমিত নন তাঁদের শরীরে এই প্রতিষেধকের তৃতীয় পর্বের ট্রায়াল দেওয়া হবে। ইতিমধ্যে আমেরিকায় লাফিয়ে বেড়েছে করোনা সংক্রমণ।
করোনা সংক্রমণে বিশ্বের এক নম্বরে জায়গা করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা ৪০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৯ হাজারেরও বেশি মানুষের, এমনটাই জানাচ্ছে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট।