রামমন্দির নির্মাণের দিন মন্দির নির্মাণ নিয়ে আপত্তি তুলেছিল পাকিস্তান। এবার সেই ইস্যুতে পাকিস্তানকে কড়া ভাষায় কথা শোনালো ভারত। রামমন্দির তৈরির আগে ভারতের সমালোচনা করেছিল পাক সরকার। পাক সরকারের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছিল, ভারত আর ধর্মনিরপেক্ষ রাষ্ট্র রইলো না। হিন্দু রাষ্ট্রে পরিণত হলো। পাকিস্তানের সেই কথারই কড়া জবাব দেওয়া হয়েছে ভারতের তরফে।
ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, কোনো সন্ত্রাসবাদীদের দেশ থেকে শিখব না কি করা উচিত। ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, “সন্ত্রাসীবাদীদের আশ্রয় দেওয়া দেশের থেকে এমন কথাই কাম্য। ভারতের সমস্ত ইস্যুতে পাকিস্তানের দখলদারি সহ্য করা হবে না। রামমন্দির সম্পূর্ণ ভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়, সেখানে বাইরের কারও নাক গলানো ভারত বরদাস্ত করবে না। আমাদের কি করা উচিত সেটা কোনো সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া দেশের কাছ থেকে শিখবো না।”
ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তান যেন ভারতের অভ্যন্তরীণ কোনো বিষয়ে নাক না গলায়। রামমন্দির তৈরি হয়েছে আদালতের রায় মেনে, সেখানে বাইরের দেশের কিছু বলার অধিকার নেই বলে জানিয়ে দিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। প্রসঙ্গত, পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ বুধবার রামমন্দির নির্মাণ নিয়ে বক্তব্য রাখেন। সেখানে তিনি রামমন্দির প্রসঙ্গে ভারতের সমালোচনা করেন, সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও।
পাক রেলমন্ত্রী বলেছিলেন, ভারত এখন রাম নগর হয়ে গিয়েছে। ভারতে আর ধর্মনিরপেক্ষতা নেই। এর আগে যখন রামমন্দির নিয়ে সুপ্রীম কোর্টের রায় বেরোয় তখনও একই ধরণের মন্তব্য করেছিলেন পাক রেলমন্ত্রী। তখন ভারতের তরফে কিছু জবাব না দেওয়া হলেও এখন কড়া ভাষায় এই মন্তব্যের জবাব দেওয়া হলো।