মার্কিন প্রেসিডেন্ট কয়েকদিন আগে জানিয়েছিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের কাছ থেকে একটি অসাধারণ চিঠি পেয়েছেন উনি। কিন্তু সম্পর্ক যে খুব একটা মসৃণ নয়, তা আবারও বোঝাল উত্তর কোরিয়া। সারা বিশ্বের উত্তেজনা বাড়িয়ে আবারও দুটি মিসাইল পরীক্ষা করল তারা। গত কয়েক দিনে এই নিয়ে পাঁচটি মিসাইল বিস্ফোরণ ঘটালো কিম প্রশাসন। যা নিয়ে নতুন করে অস্থিরতা সৃষ্টি হয়েছে প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী দেশগুলোতে।
দক্ষিণ হামগিয়ং প্রদেশের শহর হামহুং থেকে জাপান সাগরে এই ক্ষেপণাস্ত্র দুটি ছোঁড়া হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক যৌথ সামরিক মহড়া নিয়ে বিরক্ত কিম। ফলে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে উত্তর কোরিয়ার শান্তি প্রক্রিয়া শুরু হওয়ার বিষয়ে একমত হয়েও একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে চলেছেন তিনি।