Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কেরলের ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহত বাঙালি যুবক অভীক বিশ্বাস

Updated :  Saturday, August 8, 2020 10:03 PM

গতকাল সন্ধ্যা ৭.৪০ মিনিট নাগাদ ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটে কেরলে। কেরলের কোঝিকোড়ের কারিপুর বিমান বন্দরে রানওয়েতে পিছলে যায় এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবোঝাই বিমান। ওই বিমান দুর্ঘটনায় আহত এক বাঙালি যুবক। জানা গিয়েছে, ওই যুবক বিমানে কেবিন ক্রু ছিলেন। যুবকের নাম অভীক বিশ্বাস।

যুবক কোন্নগরের বাসিন্দা বলে জানা গিয়েছে। দুবাই থেকে বিমানে রওনা হয়ে মা ও বাবাকে ফোন করেন অভীক। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক পাইলটের, পরে মৃত্যু হয় আর একজন পাইলটের। জানা গিয়েছে, অবতরণের সময় রানওয়েতে পিছলে পড়ে দু টুকরো হয়ে যায় বিমানটি।

বরাত জোরে রক্ষা পান বিমানের ১৮৪ জন যাত্রী। দুবাই থেকে কেরলে ফিরছিল এয়ার ইন্ডিয়ার এই বিমানটি। সেখানেই ঘটে দুর্ঘটনা।