Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

১০০০ দিনের মধ্যে প্রতিটি গ্রামে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা, স্বপ্ন দেখালেন মোদি

শনিবার ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জন্য একগুচ্ছ ঘোষণা করেন। যার মধ্যে অন্যতম দেশের প্রতিটি গ্রামে আগামী ১০০০ দিনের মধ্যে অপটিক্যাল ফাইবার কেবল…

Avatar

শনিবার ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জন্য একগুচ্ছ ঘোষণা করেন। যার মধ্যে অন্যতম দেশের প্রতিটি গ্রামে আগামী ১০০০ দিনের মধ্যে অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্কে যুক্ত হতে চলেছে। তার ফলে দেশের প্রতিটি কোনায় সমানভাবে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। এর মাধ্যমেই দেশের প্রতিটি গ্রামকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজিটাল কানেক্টিভিটির আওতায় আনার অঙ্গীকারবদ্ধ হলেন।

এছাড়া গত ১০ই আগস্ট সমুদ্রের নীচ দিয়ে ২৩০০ কিমি লম্বা অপটিক্যাল ফাইবার কেবল উদ্বোধন করেছেন। যার মাধ্যমে চেন্নাই-আন্দামান এবং পোর্টব্লেয়ার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করে তোলা যায়। অপটিক্যাল ফাইবার কেবল দ্বারা গ্রেট নিকোবর, কার নিকোবর, পোর্টব্লেয়ার থেকে স্বরাজদ্বীপ, রনগত, লং আইল্যান্ড, কামরতা অবধি যোগাযোগ ব্যবস্থায় আরও জোর দেওয়া যাবে। এখনো অবধি প্রতিটি প্রকল্পে মোদি সরকার দেশে ডিজিটাল মাধ্যমকে বেশি গুরুত্ব দিয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এবার দেশের প্রতিটি গ্রামকে অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্কে যুক্ত করার ঘোষণাও করলেন তিনি। এই অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্ক হাই স্পিড ব্রডব্যান্ডের ভবিষ্যত হিসেবে ধরা হয়।এই কেবলের মাধ্যমে প্রতি ১ সেকেন্ডে ১০ জিবি ডেটা আদান প্রদান করা সম্ভব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ২০১৪ সাল পর্যন্ত দেশের ৬০ টি গ্রাম এই সুবিধা পেত। এরপর বিজেপি সরকার ক্ষমতায় আসলে দেড় লক্ষ গ্রামকে এই সুবিধার আওতায় আনা হয়েছে। এবার থেকে লক ডাউনে বাড়িতে সমস্ত রকমে নেটওয়ার্কিং কাজ, ব্যাংকিং, শপিং প্রভৃতি স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিতে কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত।

About Author