নতুন নিয়ম আসতে চলেছে সরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে। সরকারি ব্যাংক ও গ্রামীণ ব্যাংকগুলো খোলার সময় বদলাচ্ছে। ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন বৈঠকে তিনটি বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। প্রথমত, সকাল ৯টা থেকে দুপুর ৩টে পর্যন্ত, দ্বিতীয়, সকাল ১০টা থেকে বিকেল ৪টে ও তৃতীয়, সকাল ১১টা থেকে বিকেল ৫টা৷ আলোচনার পর স্থির হয়, সকাল ৯টা থেকেই খোলা হবে সরকারি ব্যাঙ্ক৷ সম্ভবত এই নিয়ম লাঘু হবে পরের মাস অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকেই। এই নিয়ম চালু হলে গ্রাহকদের জন্য এটা বিরাট বড় সুখবর। কারন যেসমস্ত গ্রাহক অফিসে কাজ করেন তারা ব্যাঙ্কের কাজ সেরে অফিসে যেতে পারতেন না কিন্তু এই নিয়ম চালু হলে তাদের অনেকটাই সুবিধা হবে।
Related Articles
Post Office Scheme: বাড়ি বসে বিনিয়োগের টাকা ৩ গুন হবে, ব্যাপক লাভজনক স্কিম আনলো পোস্ট অফিস, জানুন বিস্তারিত
December 13, 2024
Bima Sakhi Yojana: এই প্রকল্পে প্রতিমাসে ৬ হাজার টাকা উপার্জন, বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের
December 13, 2024