নয়াদিল্লি: আগামী কয়েকদিনের মধ্যেই জারি হতে পারে আনলক ৪ । আপাতত এমনটাই আভাস মিলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে ৷আর সেপ্টেম্বর থেকেই স্বাভাবিক হতে পারে মেট্রো পরিষেবা। ১ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে মেট্রো পরিষেবা৷আর সেই ক্ষেত্রে মেনে চলা হবে নানা বিধি নিষেধ।আশঙ্কা কমাতে বেশ কিছু সুরক্ষা বিধিও অবলম্বন করা হবে৷
পারস্পরিক দূরত্ব বজায় রেখে যাতে যাত্রীরা যাতে ওঠানামা করানোর পাশাপাশি , স্টেশনগুলিতে অনেক বেশি সময় দাঁড়াবে মেট্রোর ট্রেনগুলি৷ তাতে সময় নিয়ে পর্যাপ্ত যাত্রীদের ওঠানোর ব্যবস্থা করছে রেল কর্তৃপক্ষ। জুন মাস থেকেই একে একে আনলক প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই দোকান, মল এবং রেস্তোরাঁ খুলতে শুরু করে পাশাপাশি সিনেমা হল খোলার পরিকল্পনা থাকলেও কিন্তু সংক্রমন বাড়ার আশঙ্কায় খোলেনি সিনেমা হল।
তবে আনলক ৪ হলেও তাতে নতুন নিয়ম আর নির্দেশ জারি হবে। আর সেগুলো কি আর কখন সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। এই বিষয়ে সবার সব ধারণা পরিষ্কার করে জানাবে কেন্দ্রীয় সরকার। অবশ্য করোনা সংক্রমণের কথা মাথায় রেখে এতদিন মেট্রো চলাচলেক অনুমতি দেয়নি কেন্দ্রীয় সরকার৷
মেট্রো পরিষেবা শুরুর পক্ষে সওয়াল করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। আর এর পাশাপাশি জানা গিয়েছে মেট্রো চলাচল শুরু হলেও এখনই লোকাল ট্রেন চালু হওয়ার কোনও সম্ভাবনা নেই৷ কারণ বিধি নিষেধ মেনে লোকাল ট্রেন চালানো অনেকটাই মুশকিল। আর তার পাশাপাশি সেই ভিড় আর নিয়ম মেনে সম্পূর্ণ বিষয়টাও চালানো অসম্ভব হবে বলে মত সরকারের।