মহারাষ্ট্রে আচমকাই ভেঙে পড়লো পুরোনো বাড়ি, আহত বহু, চলছে উদ্ধারকাজ

মহারাষ্ট্র: আচমকা ভেঙ্গে পড়লো তিনতলা আবাসন। আজ সন্ধ্যে ৬টা ২০ নাগাদ মহারাষ্ট্রের রায়গড় জেলার কাজলপুরা এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পুরনো পাঁচতলা বিল্ডিংয়ের তিনটি তলা । অনেকেই বিল্ডিংয়ের ভিতর থাকায় গুরুতর…

Avatar

মহারাষ্ট্র: আচমকা ভেঙ্গে পড়লো তিনতলা আবাসন। আজ সন্ধ্যে ৬টা ২০ নাগাদ মহারাষ্ট্রের রায়গড় জেলার কাজলপুরা এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পুরনো পাঁচতলা বিল্ডিংয়ের তিনটি তলা । অনেকেই বিল্ডিংয়ের ভিতর থাকায় গুরুতর আহত হন । ২০০ জনেরও বেশি মানুষ ভিতরে আটকে ছিলেন বলে আশংকা করা হয়।ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) তিনটি দল। এই ঘটনায় এখনো পর্যন্ত অনেক কে উদ্ধার করা হয়েছে। তবে যারা আটকে আছেন তারা কতজন মৃত এবং কতজন জীবিত সেটা ঠিক করে বলা যাচ্ছে না।তারিক গার্ডেন ফ্ল্যাটটিতে ৪৫-৪৭টি ফ্ল্যাট আছে বলে পুলিশ জানিয়েছে।

বেশিরভাগ আবাসিকদের উদ্ধার করা হলেও তাঁদের মধ্যে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু আঁতকে আছে প্রায় ৫০ জন। তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে। এইটা ঘটনায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাথেও কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

About Author