আন্তর্জাতিকনিউজ

সেপ্টেম্বরেই মিলতে পারে করোনার দ্বিতীয় ভ্যাকসিন, জানালো পুতিনের দেশ

Advertisement

রাশিয়াঃ  কিছুদিন আগেই অর্থাৎ আগস্ট মাসের শুরুতেই বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন নিয়ে আসে রাশিয়া।আর তার কিছুদিন কাটতে না কাটতেই  আগামী মাসেই মানে সেপ্টম্বরে ফের দ্বিতীয় ভ্যাকসিন আনতে চলেছে রাশিয়া।বৃহস্পতিবার করোনার দ্বিতীয় ভ্যাকসিন আসছে বলেও জানালেন রাশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার তাতিয়ানা গোলিকোভা৷ তিনি জানিয়ে দেন, সেপ্টেম্বরেই সম্ভবত অনুমোদন পেয়ে যাবে করোনার দ্বিতীয় ভ্যাকসিন৷

বছরের শুরু থেকেই চিনে দাপিয়ে বেড়াচ্ছিলো করোনা। আর মার্চ  থেকেই এক এক করে বিশ্বের সব দেশে ছড়িয়ে পড়ে এই মারণ রোগ। প্রানভয়ে সবাই গৃহবন্দী হয়ে পড়ে। আর দীর্ঘ পাঁচ মাস ধরে বহু চেষ্টা চালানোর পরে অবশেষে   রাশিয়ার তৈরি ভ্যাকসিন Sputnik V বাজারে আসে। ইতিমধ্যেই  ভারত সহ বিশ্বের একাধিক দেশ অর্ডার  দিয়েছে Sputnik V  ৷ তবে এই ভ্যাকসিন নিয়ে দেশের অন্যান্য মহলের অনেকেই নেতিবাচক প্রতিক্রিয়াও দিয়েছেন।

কিন্তু এসবের তোয়াক্কা না করে এবার বিশ্বে করোনার দ্বিতীয় ভ্যাকসিন আসার কথাও জানিয়ে দিল পুতিনের দেশ৷ রাশিয়ার এই ভ্যাকসিন নিয়ে অনেকের কাছেই নেতিবাচক বক্তব্য থাকা সত্ত্বেও পুতিন সাফ জানিয়ে দিয়েছে্ন, তাদের তৈরি ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ৷ সব পরীক্ষাতেই পাশ  করার পর এই ভ্যাকসিন বাজারে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

তবে এইবার এই ভ্যাকসিনটি তৈরি করেছে রাশিয়ার সংস্থা ভেক্টর ভাইরোলজি ইনস্টিটিউট৷ তারা জানিয়ে দিয়েছেন ভ্যাকসিন সেপ্টেম্বরের মধ্যেই রাশিয়ার হাতে তুলে দেওয়া হবে ।তবে যদি সময় লাগে তবে সেক্ষেত্রে অক্টোবরের বেশি দেরি হবেনা,। রাশিয়ার এই নতুন ভ্যাকসিন করোনা গোড়া থেকে নির্মূল করবে বলে আশা রাশিয়ার ভেক্টর ভাইরোলজি ইনস্টিটিউটের ।

Related Articles

Back to top button