আন্তর্জাতিকনিউজ

মাস্ক বানালেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী, ভিডিও পোস্ট করলেন ফেসবুকে

Advertisement

নিউজিল্যান্ড : করোনা সংক্রমণ রুখতে এর আগে দেশে বিদেশের অনেক প্রধানমন্ত্রীদেরই সচেতন বার্তা দিতে দেখা গিয়েছে। এবার সেই তালিকায় নতুন করে জুড়ে গিয়েছে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডার্ন-এর নাম৷ সম্প্রতি করোনা সচেতনতা বাড়াতে তিনি নিজের হাতেই তৈরি করেছেন মাস্ক। আর সেই ভিডিও সবার সামনে তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

স্বাস্থ্যবিধি নিয়ে দেশবাসীকে আরও সচেতন করে তুলতেই তার এই উদ্যোগ। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডার্ন নিজের দল লেবার পার্টির রংয়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি করেছেন এই মাস্ক৷  লাল রংয়ের এই সাধারণ মাস্ক তৈরি করার মধ্যে দিয়ে তিনি জানিয়েছেন, প্রথম চেষ্টাতেই তিনি মাস্ক তৈরি করতে সফল হয়েছেন। মাস্ক তৈরি করার পাশাপাশি করোনা আবহে এর ব্যবহার কতোটা গুরুত্বপূর্ণ সেই নিয়েও তিনি বক্তব্য রেখেছেন।

এই ভিডিওর মাধ্যমে ঘরে বসে কি করে সহজে মাস্ক বানানো যায় তার সম্পূর্ণ বিবরন দিয়েছেন জ্যাসিন্ডা আর্ডার্ন। নিউজিল্যান্ডে সেভাবে করোনা থাবা বসাতে না পারলেও এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ১৪০০ জন এবং মৃত্যু হয়েছে ২২ জনের৷পৃথিবীর অন্যান্য সব দেশের তুলনায় প্রথম থেকেই করোনা নিয়ন্ত্রণে ছিলো নিউজিল্যান্ড।

অবশ্য মাত্র পঞ্চাশ লক্ষ মানুষের বসবাস এই দেশে, তাই আর আলাদা করে কোনো সতর্কতা অবলম্বন করতে হয়নি বলে জানিয়েছে দেশের সাধারণ মানুষ। কিন্তু শুক্রবার অকল্যান্ডে নতুন করে পাঁচ জনের শরীরে করোনা সংক্রমণের খোঁজ মেলায় আবার নতুন করে কড়া লকডাউন জারি করা হয়েছে। এমনকি বাইরে থেকে আসা প্রায় সাত জনকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে৷

Related Articles

Back to top button