‘ম্যান ভার্সাস ওয়াইল্ড’ শো তে আজ, সোমবার ঠিক রাত ৯ টায় বিয়ার গ্রিলসের সঙ্গে অ্যাডভেঞ্চারে দেখা যাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। বিখ্যাত ‘ম্যান ভার্সাস ওয়াইল্ড’ অনুষ্ঠানে তাঁর বিশেষ পর্ব দেখার জন্য টুইটারে সকলকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, পর্বটির শ্যুটিং হয়েছে জিম করবেট ন্যাশানল পার্কে। মোট ১৮০টি দেশে এই পর্বটি সম্প্রচারিত হবে। গ্রিলস বলেছেন, “পৃথিবী রক্ষা করতে, শান্তির আবহ তৈরি করতে এবং অদম্য ইচ্ছাশক্তিকে উৎসাহ দিতে সকলে মিলে এগিয়ে আসুন। শো-টি উপভোগ করুন।” স্বয়ং প্রধানমন্ত্রী টুইট করে বলেছেন, “ভারতীয় প্রকৃতির সবুজে ভরা জঙ্গলের থেকে আর ভালো কিছু হতে পারেনা। প্রকৃতি আমাদের সকলের কাছে মায়ের মতো। তাই প্রকৃতিকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আজ রাত ৯ টায় আপনাদের সকলকে এই শো টি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার সাথে আপনারাও পুরো ব্যাপারটি উপভোগ করুন”।
Related Articles
Ration Card Download: ঘরে বসে মোবাইলে ৫ মিনিটে ডাউনলোড করুন রেশন কার্ড, রইলো স্টেপ বাই স্টেপ গাইড
December 13, 2024
Free Food IRCTC: ট্রেন লেট করলে এইসব ট্রেনের যাত্রীরা বিনামূল্যে খাবার ও পানীয় পাবেন, জানুন Indian Railway-র নিয়ম
December 13, 2024