Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

৪ পিস ইডলির দাম মাত্র ১০ টাকা, তামিলনাড়ুতে শীঘ্রই মিলতে চলেছে ‘মোদী ইডলি’

Updated :  Tuesday, September 1, 2020 2:36 PM

তামিলনাড়ু : দক্ষিন ভারতের খাবার প্রত্যেক ভারতীয়র কাছেই  স্বর্গসম।  তারমধ্যে ইডলি আর সাম্বার একটি বহুল প্রচলিত দক্ষিনী খাবার। আর এবার মাত্র ১০ টাকায় মিলতে চলেছে ইডলি , তাও আবার “মোদী ইডলি”। মানুষের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে তামিলনাড়ুর সালেমে সস্তায় সুস্বাদু ইডলি বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। মাত্র দশ টাকায় পাওয়া যাবে চার পিস ইডলি, সাম্বার এবং চাটনি। রোজ ৪০,০০০ ইডলি তৈরির জন্য যন্ত্রপাতিও এসে গিয়েছে।

ইতিমধ্যেই  তামিলনাড়ুর রাস্তায় রাস্তায় ভরে গেছে “মোদী ইডলি”র পোস্টার। সেই ছড়িয়ে পড়া পোস্টারে লেখা রয়েছে, “পদ্ম নায়ক মহেশ এনেছেন মোদী ইডলি। সালেমে খুব শিগগিরই সাম্বার সহ মাত্র ১০ টাকায় পাওয়া যাবে চারটে ইডলি।এই ইডলি সুস্বাদু ও স্বাস্থ্যকর”।

৪ পিস ইডলির দাম মাত্র ১০ টাকা, তামিলনাড়ুতে শীঘ্রই মিলতে চলেছে 'মোদী ইডলি'

এছাড়াও পোস্টারে রয়েছে বিজেপি প্রচার সেলের রাজ্য সভাপতি মহেশের ছবি। বিশেষ আকর্ষণ বাঁদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এবং ইডলি।তামিলনাড়ু বিজেপির মিডিয়া সম্পাদক ভারত আর বালাসুব্রহ্মণ্যম জানিয়েছেন, এই ইডলি বিক্রির জন্য প্রথমে ২২টি দোকান খোলা হবে, পরে বিক্রি বাড়লে বাড়ানো আরও বেশ কিছু দোকান।