তিব্বত : চিন আর ভারতের সম্পর্ক এখন সবথেকে বড় সমস্যার কারণ হয়ে দাড়িয়েছে। প্রতিদিনই নতুন নতুন এক একটি ঘটনায় চিনের সাথে ভারতের সম্পর্ক এক ধাপ করে খারাপের দিকে এগোচ্ছে। প্রতিদিন চিন আর ভারতের এক একটি বিষয় নিয়ে বিবাদ নতুন খবর নয়।
এছাড়াও প্রতিবার নিজের দেশকে সুরক্ষিত রাখতে একাধিক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নতুন অস্ত্রেরও ব্যবহার করেছে ভারতের সেনাবাহিনী। এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান তিব্বত সীমান্ত বরাবর কিন্নর ও লাহুলে অত্যন্ত তৎপরতার সঙ্গে পাহারা দিচ্ছে৷ ইতিমধ্যেই যুদ্ধবিমানের পাশাপাশি প্রস্তুতি নিতে শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী।
কিছুদিন আগেই ভারতকে সুরক্ষিত করতে দক্ষিণ চিন সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছিলো ভারতীয় নৌসেনা। আর এদিন চিন আর ভারতের ঝামেলার কারণ হয়ে দাড়িয়েছিলো লাদাখের প্যাংগং অঞ্চল। এমনকি প্যাংগং তাসো লেকের দক্ষিণ দিকেও চিনা সেনার এই সক্রিয়তা রুখতে বাধা দেয় ভারতীয় বাহিনী৷ কিছুদিন আগেই প্যাংগং হ্রদের কাছে অনুপ্রবেশের চেষ্টা করেছিল চিনা সেনা সেই নিয়ে ভারত আর চিনের সম্পর্ক নতুন করে আরও একধাপ খারাপের দিকে এগোয়।
আর এসবের মাঝে ফের আরও একবার ঝামেলা বেধেছে চিন আর ভারতের। হিমাচলের কিন্নর জেলায় তিব্বত সীমান্ত রয়েছে যেখানে চিন আর ভারত দুপক্ষেরই যোগ রয়েছে। শোনা গিয়েছে সেখানে গোপনে রাস্তা বানানোর কাজ করছে চিন। মাস দুয়েক আগে ৯ সদস্যের একটি দল ও আধা সেনারা সীমান্ত থেকে প্রায় ২২ কিলোমিটার এগিয়ে রাস্তা তৈরির কাজ দেখতে পায়৷ এমনকি ওই অঞ্চল থেকে মিলেছিলো বেশকিছু রাস্তা তৈরির সরঞ্জাম এবং উপকরণও৷ এমনকি কিন্নর ও কুন্নু চারঙ্গ গ্রামের রঙ্গরিক ডুম্মা অবধি সীমান্তে ড্রোনও দেখা গিয়েছে। তাই নিরাপত্তা বাড়াতে ভারতও আরও একধাপ সচেতনতা অবলম্বন করেছে।