মহারাষ্ট্র : চলতি মাসের ৭ তারিখ থেকেই গোটা দেশে চলতে শুরু করবে মেট্রো রেল। করোনা বিধি নিষেধ মেনেই চলতি মাসে মেট্রো পরিষেবা শুরু হলেও ১২ সেপ্টেম্বর থেকে স্বাভাবিকভাবে চলবে মেট্রো রেল। দিল্লি, কোচি, নয়ডা, চেন্নাই, বেঙ্গালুরু, গুজরাট এবং উত্তরপ্রদেশে মেট্রো চালানোর পরিকল্পনা থাকলেও এই মাস থেকে মেট্রো চালাতে চায়না মহারাষ্ট্র।
কারণ দেশে সবথেকে বেশি করোনা সংক্রমণ মহারাষ্ট্রেই। তবে সেক্ষেত্রে অক্টোবর মাস থেকে মহারাষ্ট্রে মেট্রো চালানো হতে পারে বলে সূত্রের খবর। বুধবার কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, “মহারাষ্ট্র ছাড়া গোটা দেশেই মেট্রো রেল চলাচল শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
আগামী ৭ সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে বিভিন্ন রাজ্যে মেট্রো চলাচল শুরু করবে। করোনা সুরক্ষাবিধি মেনেই যাত্রী পরিবহণ করা হবে। অনেক ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের জন্য মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। প্রয়োজনীয় সামাজিক দূরত্ব বজায় রেখেই চলাচল করতে হবে”।