Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভয়াবহ বিস্ফোরণ বাজি কারখানায়, তামিলনাড়ুতে পুড়ে মৃত্যু ৯ জনের

Updated :  Friday, September 4, 2020 3:58 PM

তামিলনাড়ু : ভয়াবহ বিস্ফোরণে  কেঁপে উঠলো তামিলনাড়ুর  কুড্ডালোর জেলা। একটি বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৯ জন মারা গেছেন বলে সূত্রের খবর। চেন্নাই থেকে ১৯০ কিমি দূরে এই বাজি কারখানায় বিস্ফোরণে আস্ত বিল্ডিংও ধসে পড়েছে।

এই ঘটনায় এখনো পর্যন্ত চারজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় প্রশাসন সূত্রের খবর  ধংসস্তুপের ভিতরে হয়তো এখনও  অনেকেই আঁটকে আছেন, তবে তাদের উদ্ধার না করা পর্যন্ত বলা যাচ্ছেনা কতজন আহত হয়েছেন। এই চাঁপা পড়ে যাওয়া মানুষদের উদ্ধার করতে এখনো বেশ খানিকটা সময় লাগবে বলে জানিয়েছে উদ্ধারকারীর দল। স্থানীয় লোকজন জানান তিন কিমি দূর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল।

আজ বেলার দিকে হঠাতই প্রবল বিস্ফোরণের শব্দ শুনে এলাকার লোকজন বাড়ি থেকে বেরিয়ে আসেন। এই ঘটনার পরেই স্বাভাবিকভাবে ওই এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে।  এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খোদ বাজি কারখানার মালিকও।

এই দিনের দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই মৃতদের  পরিবারের লোকজনও  ঘটনাস্থলে এসে পৌছায়।  কিন্তু কি করে বাজি কারখানায় এমন দুর্ঘটনা ঘটলো তা জানতে তদন্ত চালাচ্ছে  পুলিশ।