দেশনিউজ

বদলাবে না JEE, NEET পরীক্ষার দিন, আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

Advertisement

নয়াদিল্লি: বেশ কিছুদিন ধরেই নিট এবং জয়েন্ট পরীক্ষার নিয়ম নিয়ে চলছিলো একাধিক শোরগোল । কিন্তু এক্ষেত্রে গত ১৭ অগাস্ট সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছিলো তা নিয়ে পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিল বিরোধী শাসিত ৬ রাজ্য৷ কিন্তু অবশেষে সেই রিভিউ পিটিশন খারিজ করলো সুপ্রিম কোর্ট৷ এদিন বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি কৃষ্ণ মুরারি এবং বিচারপতি বি আর গাভাইএর ডিভিশন বেঞ্চ জানায় “করোনা অতিমারির মধ্যেও জীবন থেমে থাকতে পারে না এবং পরীক্ষার্থীদের জীবনের মূল্যবান একটা বছর নষ্ট করার কোন মানে হয় না”৷

ছাত্রছাত্রীদের কথা ভেবে কিছুদিন আগে পশ্চিমবঙ্গ, ছত্তীসগড়, পাঞ্জাব, ঝাড়খণ্ড, রাজস্থান, এবং মহারাষ্ট্রসহ ছয়টি রাজ্য সুপ্রিম কোর্টকে একটি পিটিশন দেন৷ করোনা অতিমারির মধ্যে পরীক্ষার আয়োজন এবং ছাত্রছাত্রীদের যাতায়াতেও সমস্যার কথা উল্লেখ করে গত ২৮ অগাস্ট সুপ্রিম কোর্টে এই আবেদন জমা দেয় এই ছয়টি রাজ্য৷

পরীক্ষা যাতে পিছিয়ে দেওয়া হয়, সেই দাবিই জানানো হয়েছিল আবেদনে৷ আর তার ভিত্তিতেও আজ সেই পিটিশন খারিজ করে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। এর আগের রায়ে অবশ্য সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল, সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা গ্রহণের বিষয়ে তারা হস্তক্ষেপ করবে না৷ কিন্তু শেষপর্যন্ত দেশের ছাত্রছাত্রীদের কথা ভেবেই এই কাজ করতে হলো।

কিন্তু কেন্দ্রের সিদ্ধান্ত মত পরীক্ষা শুরু হতেই সোমবার দেখা যায় ছাত্রছাত্রীদের মধ্যে প্রায় ২৫ শতাংশ পরীক্ষা দিতে পারলেও ৭৫ শতাংশ পরীক্ষা দিতে পারেন নি। তবে পরীক্ষার আয়োজকরা জানিয়েছেন, করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে যাবতীয় স্বাস্থ্যবিধি মেনেই নেওয়া হবে বাকি পরীক্ষা ৷

Related Articles

Back to top button