Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে উত্তপ্ত হাঁসখালি

নদীয়া: গণধর্ষণের ঘটনায় উত্তাল নদীয়ার হাঁসখালি। নাবালিকাকে গণধর্ষণ করার পর মূল অভিযুক্ত অধরা। নির্বিকার পুলিশ। এই ঘটনায় উত্তাল হাঁসখালি। জানা গিয়েছে গত ২৯ আগস্ট হাঁসখালিতে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী বাড়ি…

Avatar

নদীয়া: গণধর্ষণের ঘটনায় উত্তাল নদীয়ার হাঁসখালি। নাবালিকাকে গণধর্ষণ করার পর মূল অভিযুক্ত অধরা। নির্বিকার পুলিশ। এই ঘটনায় উত্তাল হাঁসখালি। জানা গিয়েছে গত ২৯ আগস্ট হাঁসখালিতে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী বাড়ি থেকে বেরিয়ে রাতে বাথরুমে যায়। সেই সময়ে প্রতিবেশী যুবক মঙ্গল মন্ডল এবং ৪২ বছরের বৈদ্যনাথ বিশ্বাস জোর করে ধর্ষণ করে ওই নাবালিকাকে। তারপর থেকেই ফেরার হয়ে যায় মূল অভিযুক্ত বৈদ্যনাথ বিশ্বাস।

নাবালিকার বাবা অভিযোগ করে জানিয়েছে, বাড়ির লাগোয়া বাথরুমে গিয়েছিল তার মেয়ে। আসতে দেরী হচ্ছে দেখে তিনি বাইরে বেরিয়ে যান। সেই সময়ে এই ঘটনা দেখে তিনি চিৎকার করলে পালিয়ে যায় দুই অভিযুক্ত। থানায় এফআইআর করা হলে মঙ্গলকে গ্রেফতার করা হলেও বৈদ্যনাথ বিশ্বাসকে এখনও গ্রেফতার করা যায়নি। তাকে গ্রেফতার করা যায়নি বলে পুলিশের ওপর নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছে এলাকাবাসী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জানা গিয়েছে, মেয়েটির শারীরিক অবস্থা ভাল নয়। পরীক্ষা করা হয়েছে ফলে গণধর্ষণে প্রমাণ মিলেছে। এ খবর জানাজানি হতেই বৃহস্পতিবার রাতে মুল অভিযুক্ত বৈদ্যনাথ বিশ্বাসের বাড়িতে ভাঙচুর চালায় ও আগুন ধরিয়ে দেয় গ্রামবাসীরা। পুলিশ এসে ঘটনা সামাল দিতে গেলে পুলিশের দিকে ধেয়ে আসে সকলে। সব মিলিয়ে বলা যায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হাঁসখালি।

About Author