কলকাতা: মদন মিত্রের উপর স্টিং অপারেশন। তবে কোনও বিশেষ তদন্তকারী সংস্থার নয়, এই অপারেশন চালিয়েছে প্রেসিডেন্সি পড়ুয়া সহ তিনজন। প্রত্যেকেই বেলঘড়িয়ার বাসিন্দা। এটাই তাঁদের একমাত্র পরিচয় নয়। জানা গিয়েছে, প্রত্যেকেই বিজেপি কর্মী। বালিগঞ্জ থেকে পুলিশ এই তিনজনকে গ্রেফতার করেছে বলে খবর।
ধৃতদের নাম অঙ্কন দত্ত, সঞ্জয় চক্রবর্তী ও মৃণাল মুখোপাধ্যায়। এই তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। তবে এই স্টিং অপারেশন চালানোর পেছনে এদের ঠিক প্রকৃত কি উদ্দেশ্য ছিল তা এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে বালিগঞ্জ থানার পুলিশ।
ধৃতদের নামে লিখিত অভিযোগ দায়ের করার পর তিন জনের পরিবারের তরফ থেকে মদন মিত্রের কাছে ক্ষমা চাওয়া হয়েছে। যদিও তাতে খুব একটা বরফ গলেনি বলে সূত্রের খবর।
এই ঘটনায় কার্যত একটু হতবাক হয়েছেন মদন মিত্র। তিনি এ বিষয়ে জানিয়েছেন, ‘এই তিনটি ছেলে কারও প্ররোচনায় এ কাজ করতে পারে। এদের পেছনে বড় কোনও মাথা থাকতে পারে বলে আমি মনে করছি। যদিও সমস্ত ঘটনা খতিয়ে দেখছে বালিগঞ্জ থানার পুলিশ। তাঁরাই এই রহস্যের কিনারা করবেন বলে আমি আশাবাদী।’ গোটা ঘটনায় বিজেপিকে কাঠগড়ায় তুললেও গেরুয়া শিবিরের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।