Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পাঁচ ভারতীয়কে অপহরণ চিনা সেনার, দাবি কংগ্রেস বিধায়কের

Updated :  Saturday, September 5, 2020 10:41 AM

ইটানগর: লাদাখে ভারত-চিন সংঘাত অব্যাহত। করোনা পরিস্থিতিকে কাজে লাগিয়ে চিনা আগ্রাসন দিন দিন বেড়েই চলেছে। সীমান্তে কড়া নজর রেখেছে ভারতীয় সেনা। দুদিনের লাদাখ সফরে গিয়েছেন সেনাপ্রধান নারাভানেও। সেখান থেকে তিনি ইতিমধ্যেই চিনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। এরই মধ্যে অরুণাচল প্রদেশ থেকে পাঁচ ভারতীয় নাগরিককে অপহরণ করেছে চিনা সেনা, এমনটাই অভিযোগ করেছেন অরুণাচলের কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী নিনং ইরিং।

জানা গিয়েছে, শুক্রবার আপার সুবনসিরি জেলার নাচোয জঙ্গলে শিকার করতে যান পাঁচ ভারতীয় নাগরিক। সেখান থেকেই তাদের অপহরণ করেছে চিনা সেনা, এমনটাই দাবি কংগ্রেস বিধায়কের। এমনকি এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ অবিলম্বে প্রয়োজন বলেও দাবি করেছেন তিনি।

যদিও এ বিষয়ে এখনও সরকারি তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিধায়ক ইরিং এ বিষয়ে বলেছেন, লাদাখ-চিন সীমান্ত থেকে ভারতের নজর সরানোর জন্য এখন অরুণাচল প্রদেশেকে টার্গেট করেছে লাল ফৌজ। অরুনাচলে এমন কাণ্ড ঘটিয়ে ভারতীয় সেনার নজর কাড়তে চাইছে চিনা সেনা। এ ব্যাপারে অবিলম্বে চিনকে কড়া জবাব দেওয়া প্রয়োজন।’ এভাবেই কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য বার্তা দিয়েছেন এই কংগ্রেস বিধায়ক। এখন কেন্দ্রীয় সরকার এর পরিপ্রেক্ষিতে কিছু পদক্ষেপ নেয় কিনা, সেটাই দেখার।