কলকাতা: চলতি বছরে আমফানের দাপট এখনও সকলের মনে দগদগে ঘায়ের মতো রয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছিল রাজ্যের বহু জেলা। রেহাই পায়নি কলকাতাও। আর এবার আমফানে ক্ষতিগ্রস্ত সিঙ্গল স্ক্রিন সিনেমাহলগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
শুক্রবার নবান্ন সূত্রে জানা গিয়েছে, যে সমস্ত সিঙ্গল স্ক্রিন সিনেমাহলগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই সমস্ত সিনেমা হলগুলির মালিকদের দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। শুধু তাই নয়, কম ক্ষতিগ্রস্ত সিঙ্গল স্ক্রিন সিনেমাহলগুলির মালিকদের এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।
নবান্ন সূত্রে জানানো হয়েছে, সিনেমাহলগুলির মালিকরা ক্ষতিপূরণ দাবি করার জন্য নিজে নিজের জেলার DICO অফিসে আবেদন করতে পারবেন। তবে আবেদন করলেই ক্ষতিপূরণ মিলে যাবে এমনটা নয়, DICO অফিসের আধিকারিকরা সেই সমস্ত হলগুলি সরজমিনে খতিয়ে দেখবেন। ক্ষতির পরিমাণ বিচার করেই তারপর একটা তালিকা তৈরী করা হবে। সেই তালিকার ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, দীর্ঘ লকডাউনের কারণে বন্ধ রয়েছে এখনও দেশজুড়ে সমস্ত সিনেমাহল। তার ওপর বর্তমানে সিঙ্গল স্ক্রিন সিনেমাহলগুলির অস্তিত্ব কার্যত মাল্টিপ্লেক্সের কারণে হ্রাস পেতে চলেছে। এমন পরিস্থিতিতে আমফানের দাপট গোদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে সিনেমাহলগুলির মালিকদের কাছে। সে কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে বিশেষজ্ঞ মহল মনে করছে।
ক্ষতিপূরণের টাকা দিয়ে সিনেমাহলগুলিকে মেরামতি করতে পারবেন মালিকরা। পরবর্তীকালে যখন সিনেমাহলগুলি খোলার নির্দেশ দেওয়া হবে, তখন নতুনভাবে সিনেমাহলগুলি খুলবে বলেই মনে করছে সিনেপ্রেমীরা। রাজ্য সরকারের সিদ্ধান্তে স্বস্তিতে সিঙ্গল স্ক্রিন সিনেমাহলগুলির মালিকরাও।