লন্ডন: সাধারণত কোনও ক্রিকেটাররাই অ্যালকোহল বা তামাকজাত দ্রব্যের প্রচারে থাকতে চান না। অবশ্য শুধু ক্রিকেটার বললে ভুল বলা হবে। কোনও ক্রীড়াবিদরাই এটা চান না। আর এবার সেই লিস্টে নিজের নাম লেখালেন পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম। ইংল্যান্ডের কাউন্টি ক্লাব সমারসেট কর্তৃপক্ষকে জার্সি থেকে অ্যালকোহল প্রস্তুতকারী সংস্থার লোগো খুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন বাবর। ইংল্যান্ডের বিখ্যাত এই কাউন্টি ক্লাব পাক তারকা ক্রিকেটারের অনুরোধ মেনেও নিয়েছেন।
বিলেতের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে পাকিস্তান। তারপরই চলতি টি-টোয়েন্টি ব্লাস্ট ইভেন্ট খেলতে সমারসেট দলে যোগ দেন বাবর। প্রথম ম্যাচে নেমে ভাল রান করলেও জার্সির পেছনে এক অ্যালকোহল প্রস্তুতকারী সংস্থার লোগো নিয়ে সমালোচনার সম্মুখীন হতে হয় এই পাক ক্রিকেটারকে। তাই তড়িঘড়ি তিনি ক্লাবের কর্তৃপক্ষকে স্পষ্ট করে জানিয়ে দেন যে, তাঁর জার্সি থেকে যেভাবেই হোক অ্যালকোহল প্রস্তুতকারী সংস্থার লোগো সরিয়ে দিতে হবে। কোনওরকম তামাকজাত দ্রব্য বা অ্যালকোহল প্রস্তুতকারী সংস্থার প্রচারে নিজেকে জড়াতে চান না বাবর, এমনটাও তিনি জানিয়ে দেন।
তাঁর এই অনুরোধে স্বাভাবিকভাবেই সমস্যার মুখে পড়তে হয় সমারসেট কর্তৃপক্ষকে। কারণ, ওই অ্যালকোহল প্রস্তুতকারী সংস্থার সঙ্গে ক্লাবের চুক্তি রয়েছে। তবুও পাকিস্তানের বিরাট কোহলিকে যাতে কোনওভাবেই হারাতে না হয়, সেদিকটা মাথায় রেখে বাবরের অনুরোধকেই প্রাধান্য দেয় ওই ক্লাব। তাঁর জার্সি থেকে সরিয়ে দেওয়া হয় ওই অ্যালকোহল প্রস্তুতকারী সংস্থার লোগো। ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, তাঁকে ওই লোগো দেওয়া জার্সি পড়ে আর খেলতে হবে না। প্রসঙ্গত, এর আগেও ইমরান তাহির, আদিল রশিদের মতো ক্রিকেটাররা কোনও অ্যালকোহল প্রস্তুতকারী সংস্থার লোগো জার্সিতে না লাগিয়ে বা প্রচারে নিজেদের জড়ানো থেকে বিরত থেকেছেন। আর এবার সেই তালিকায় নিজের নাম নথিভুক্ত করলেন বাবর আজম।