ভারত : আবারও করোনা আক্রান্ত এক রাজনীতিবিদ, এবার করোনায় আক্রান্ত হলেন হরিয়ানার কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দীপেন্দ্র সিং হুড্ডা। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিংয়ের ছেলে, আজ নিজেই টুইট করে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানান।
টুইট করে তিনি লিখেছেন, “আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অন্যান্য পরীক্ষা হয়েছে। আপনাদের সকলের কামনায় আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব।” বিশ্ব সংক্রমণের নিরিখে এবার ব্রাজিলকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে এসে গেছে ভারত। সব মিলিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪১ লক্ষ ১৩ হাজার ৮১১ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৯০হাজার ৬৩২ জন। এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ৩১ লক্ষ ৮০ হাজার ৮৬৫ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭০,৬২৬। এমনকি গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১০৬৫ জনের। দেশে গত সপ্তাহে যে হারে করোনার সংক্রমণ বেড়েছে তাতে রীতিমত আতঙ্কিত সাধারণ মানুষরা। আর গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১০ লক্ষ ৯২ হাজার ৬৫৪।
ফলে সব মিলিয়ে এখনো পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪ কোটি ৮৮ লক্ষ ৩১ হাজার ১৪৫। এরমধ্যে সবথেকে বেশি করোনা আক্রান্ত রয়েছে মহারাষ্ট্র এবং দিল্লিতে। হরিয়ানায় এখন করোনা আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়েছে। প্রাণ হারিয়েছেন ৭৮০ জনেরও বেশি মানুষ। এর আগে স্বয়ং মুখ্যমন্ত্রী মনোজ লাল খট্টরও করোনা আক্রান্ত হয়েছেন। আর তারমধ্যে এবার করোনায় আক্রান্ত হলেন হরিয়ানার আরেক রাজনীতিবিদ।