উত্তরাখণ্ড : আরো একবার কাঠগড়ায় বিজেপি। এবার বিজেপি বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের হয়েছে উত্তরাখণ্ডের দ্বারহাটে। এক মহিলার অভিযোগের ভিত্তিতেই দায়ের হয়েছে মামলা। বিজেপি বিধায়ক মহেশ নেগির বিরুদ্ধে নেহেরু কলোনি পুলিস স্টেশনে দায়ের এদিন মামলা দায়ের করেছেন ওই মহিলা। তার অভিযোগের ভিত্তিতেই ৩৭৬ ও ৫০৬ ধারায় মামলা করা হয়েছে।
এমনকি বিজেপি বিধায়ক মহেশ নেগির পাশাপাশি বিধায়কের স্ত্রী রিতা নেগির বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। ১৬ অগস্ট ওই মহিলা মামলা দায়ের করেন। তার অভিযোগে যে বিধায়ক তাঁকে ধর্ষণ করেছেন এবং তাঁর কন্যার পিতা তিনি। এমনকি ডিএনএ পরীক্ষার কথাও বলেছেন ওই মহিলা।
কিন্তু স্থানীয় সূত্রের খবর, বিধায়ক মহেশ নেগির স্ত্রী রিতা নেগি আগের মাসেই ওই মহিলার নামে অভিযোগ দায়ের করেন, যে তাঁর স্বামী মহেশ নেগিকে ব্ল্যাকমেল করে ৫ কোটি টাকা দাবি করেছিলেন ওই মহিলা। আর টাকা দিতে অস্বীকার করায় তার বিরুদ্ধে এরকম নোংরা অভিযোগ আনা হচ্ছে।
সব অভিযোগ অস্বীকার করে বিধায়ক মহেশ নেগি জানিয়েছেন, এটা কলঙ্কিত করার চক্রান্ত। কংগ্রেস নেতারা এই চক্রান্তের অংশ, পালটা অভিযোগ বিধায়কের। তিনি ওই মহিলার অভিযোগের বিরুদ্ধে প্রমাণ জোগাড়ের কাজ করছেন, যা শীঘ্রই পুলিশের হাতে তুলে দেওয়া হবে।