নদিয়া : ফেসবুকের সাহায্য আত্মহত্যা রুখলো রাজ্যের সাইবার পুলিশ। নদিয়ার এক যুবক ফেসবুকে তাঁর টাইমলাইনে একটি ভিডিয়ো আপলোড করে জানিয়েছিলো যে, ধারালো ব্লেডের সাহায্য আত্মঘাতী হতে চলেছেন। আর এরপরেই ফেসবুকের তরফ থেকে একটা ই-মেল পাঠানো হয় পুলিশকে। রাত দেড়টা নাগাদ ওই ই-মেইল পৌছায় পুলিশের কাছে।
ই-মেলে জানানো হয় এক ইউজার আত্মহত্যার চেষ্টা করছেন। ফেসবুক সূত্রে এই খবর পেতেই সঙ্গে সঙ্গে কাজ শুরু করে পুলিশ। তদন্ত করা মাত্রই ওই ফেসবুক ইউজারের নাম্বার খুঁজে পায় পুলিশ। পরে সেই ফোন নম্বরগুলি ভালো করে পরীক্ষা করে দেখা যায়, তার মধ্যে একটি নম্বর নদিয়া জেলার।
এরপরে ফোন নাম্বার খুঁজে বের করার জন্য সোশ্যাল ইঞ্জিনিয়ারের সাহায্য নেওয়া হয়। তাদের মাধ্যমে সেই নম্বরের লোকেশন খুঁজে বের করা হয় এবং জানা যায় ওই নম্বরটি ইউজারের বাবার ফোন নম্বর। তৎক্ষণাৎ ওই নম্বরে ফোন করা হয়। ফোন তোলা মাত্রই ওই ফেসবুক ইউজারের বাবাকে সব ঘটনা বুঝিয়ে বলা হয়। সব ঘটনা শোনা মাত্রই ওই ব্যক্তি পাশের ঘরে ছেলেকে উদ্ধার করতে ছুটে যায়।
আর এভাবেই পুলিশের তৎপরতার জেরে প্রাণে বেঁচে যান নদিয়ার ওই যুবক। পরে ওই যুবকের বাবা পুলিশকেও এই ঘটনার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরও জানান, গত ২ থকে ৩ বছর ধরেই হতাশায় ভুগছেন তাঁর ছেলে। এর আগেও নাকি ওই যুবক ৩,৪ বার আত্মহত্যার চেষ্টা করেছেন। কিন্তু এ যাত্রায় পুলিশের বরাদ জোরে প্রাণে বেঁচে গেছেন ওই তরুণ।