রাজীব ঘোষ : প্রানী সংরক্ষণ এবং পরিবেশগত পরিবর্তন সম্পর্কে সচেতনতা তৈরির জন্য ভারতের জঙ্গলের গভীরে ঢুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টিভি শো ম্যান ভার্সেস ওয়াইল্ডের সঞ্চালকের সঙ্গে অ্যাডভেঞ্চারে যোগ দিয়েছেন।নরেন্দ্র মোদীকে সম্পূর্ণ অন্য ভূমিকায় দেখা গেল।পাশাপাশি মোদী বলেন, যদি এটাকে ছুটি বলা যায়, তবে দীর্ঘ আঠারো বছরের মধ্যে এটাই তার প্রথম ছুটি।ব্রিটিশ অ্যাডভেঞ্চারার ও সঞ্চালক বিয়ার গ্রিলসের সঙ্গে জঙ্গলের ভিতরে যান মোদী। এর আগে মোদী উত্তরাখন্ডে জিম করবেট ন্যাশনাল পার্কে শুটিং করেছিলেন। জঙ্গলে ভ্রমণের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঞ্চালকের সঙ্গে কথোপকথনে বলেন, আমি ভাবি না আমি কে। আমাকে কাজ করতে হবে। এটাই আমার দায়িত্ব। তিনি আরো বলেন, সবসময় চেষ্টা করেছেন মানুষের স্বপ্নকে নিজের স্বপ্ন ভাবতে।ডিসকভারি চ্যানেলের মাধ্যমে বিশ্বের ১৮০ টি দেশ নরেন্দ্র মোদীর এই দিকটি দেখতে পেয়েছেন। প্রানী সংরক্ষণ ও পরিবেশগত পরিবর্তন সম্পর্কে সচেতনতা তৈরির জন্য মোদী যখন জঙ্গলের গভীরে গিয়েছিলেন তখন তিনি শান্তভাবে সময় কাটাচ্ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের দ্বিতীয় নেতা যাকে বিশ্বের জনপ্রিয় একটি টিভি শো-তে দেখা গেল। এর আগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই ধরনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
Related Articles
PAN 2.0: পুরনো প্যান কার্ডের বদলে কীভাবে আবেদন করবেন প্যান ২.০ -এর জন্য? রইলো স্টেপ বাই স্টেপ গাইড
December 11, 2024
Bank Holiday: আগামীকাল বন্ধ থাকবে ব্যাংক পরিষেবা, জেনে নিন কেন ছুটি ঘোষণা করেছে RBI
December 11, 2024