স্বেচ্ছা বয়ানে গ্রেফতার হলেন রিয়া চক্রবর্তী। আজ মঙ্গলবার সন্ধ্যে ৭ঃ৩০ টায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে জুডিশিয়াল কাস্টেডির আর্জি জানাবে এনসিবি যা ১৪ দিনের জন্য নির্ধারিত। ভিডিও কনফারেন্সের মাধ্যমেই রিয়াকে পেশ করা হবে।
উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের সঙ্গে একযোগে তিনি মাদক সেবন করতেন বলে এনসিবির জিজ্ঞাসাবাদের সময় স্বীকার করেন রিয়া চক্রবর্তী। এর আগেই রিয়ার বাড়ি থেকে ল্যাপটপ-সহ যে ইলেক্ট্রনিক্স ডিভাইস উদ্ধার করা তা থেকেই জানা যায় যে রিয়া ও তাঁর ভাই সৌভিক ২০১৭ সাল থেকে মাদকের কারবার এবং লেনদেন করেন।