Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মুখে মৃদু হাসি, রিয়ার গ্রেফতার হওয়ার ভিডিও ভাইরাল, দেখুন

Updated :  Tuesday, September 8, 2020 10:33 PM

মুম্বাই : অবশেষে গ্রেফতার রিয়া চক্রবর্তী, সারা দেশে এই মুহূর্তে সবথেকে বড় খবর হলেও এই নিয়ে টানা তিন দিন জেরা করার পর রিয়া জানান সুশান্ত মাদকাসক্ত ছিলেন, ফলে সৌভিক ও স্যামুয়েলকে দিয়েই মাদক আনানো হতো। রিয়া এও জানিয়েছেন, সুশান্ত তাঁর হাউস পার্টিতে মাদক ব্যবহার করতেন সুশান্ত ও তাঁর বন্ধুরা।

এমনকি রিয়ার ভাই সৌভিকও দাবি করেন, রিয়াই মাদক আনতে বলত। কিন্তু কিছুদিন আগেও রিয়া লাগাতার বলে গিয়েছিলেন যে তিনি ড্রাগ সেবন করতেন না এবং বেশীরভাগ প্রশ্নের উত্তরে ‘জানি না’ বলে জানিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, রিয়াকে টানা ঘণ্টার পর ঘণ্টা জেরা করা হয় এবং সেই জেরার মুখে রিয়া চিৎকার করেন এবং কান্নাকাটি করেন।

আর এই ঘটনার ভিত্তিতেই রিয়া চক্রবর্তীকে বিকেল ৩:৪৫ নাগাদ গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তবে এই মুহূর্তে প্রকাশ্যে এসেছে একটি অন্য ভিডিও যেখানে দেখা গিয়েছে, রিয়াকে গ্রেফতার করার পর, রিয়া গাড়িতে উঠছেন৷

সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাত তুলে টাটা-বাইবাই করছেন রিয়া। মুখে মাস্ক পরেলেও রিয়া মুখে ছিলো মৃদু হাসির আভা। যা দেখে মনে হতেই পারে ভবিষ্যতের আন্দাজ আগে থেকেই ছিলো রিয়ার।  সূত্রের খবর কাল থেকে ১৪ দিনের জেল হেফাজতে থাকবেন অভিনেত্রী  রিয়া চক্রবর্তী৷