Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৩১ আগস্ট প্রকাশিত হবে NRC চূড়ান্ত তালিকা, তোলপাড় রাজ্য জুড়ে!

অরূপ মাহাত: অসমের জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) এখন আর কোনভাবেই পুনর্মূল্যায়নের জন্য খোলা যাবে না। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, কোন নথি আর পুনর্মূল্যায়ন করা হবে না। আধারের মতোই সুরক্ষিত রাখতে…

Avatar

অরূপ মাহাত: অসমের জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) এখন আর কোনভাবেই পুনর্মূল্যায়নের জন্য খোলা যাবে না। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, কোন নথি আর পুনর্মূল্যায়ন করা হবে না। আধারের মতোই সুরক্ষিত রাখতে হবে এনআরসির তথ্য। আগামী ৩১ আগস্ট চুড়ান্ত তালিকা প্রকাশিত হবে। অসম এনআরসি পুনর্মূল্যায়ন নিয়ে একটি আবেদনে এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি আর এফ নরম্যান-এর বেঞ্চ আজ জানান, অসম এনআরসির চূড়ান্ত তালিকা থেকে যাদের নাম বাদ গেছে, তাদের নাম ৩১ আগস্ট অনলাইনে প্রকাশ করা হবে। এনআরসিতে যাদের নাম রয়েছে তাদের নামের তালিকার হার্ড কপি সংশ্লিষ্ট জেলা অফিসে পাঠিয়ে দেওয়া হবে।

২০০৪ সালের ৩ ডিসেম্বরের পর আসামে যে সব মানুষের জন্ম হয়েছে, তারা তালিকা থেকে বাদ পড়বে। বাদ যেতে পারে তাদের বাবা মায়ের নামও। শীর্ষ আদালতের নির্দেশে কেন্দ্রীয় সরকার, অসম সরকার ও এনআরসি কো-অর্ডিনেটরদেরও এনআরসি নথিতে লিমিটেড অ্যাকসেস থাকবে৷ প্রসঙ্গত, গত বছর জুলাইয়ে অসম বিধানসভায় জেলা ভিত্তিক এনআরসি নথির খসড়া ফাঁস হয়৷ যে কারণে এত কড়াকড়ি বলে মনে করছে অভিজ্ঞ মহল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author