কলকাতা: বাজারে অগ্নিমুল্যের জেরে মাছ ,মাংস, ফল এবং শাক সব্জিতে হাত দেওয়া প্রায় দুস্কর হয়ে দাড়িয়েছে। আর তারমধ্যে বেড়ে গিয়েছে ডিমের দাম। কিন্তু গত সপ্তাহের তুলনায় ডিমের দাম বাড়ায় বেশ চিন্তিত রাজ্যের সাধারণ মানুষ।
আগামিকাল ফের রাজ্যে লকডাউন, তার এক দিন আগেই আবার বাড়লো ডিমের দাম। অগাস্ট মাসের শেষদিকে ডিমের দাম বাড়লেও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কিছুটা কমেছিলো ডিমের দাম। কিন্তু সপ্তাহের শেষে ফের ডিমের দাম বাড়তেই মাথায় হাত পড়েছে রাজ্যবাসীর।
এইদিন শিয়ালদার বাজারে ডিম পট্টিতে বৃহস্পতিবার এক কার্টুন ডিমের দাম ১১৩০ টাকা। প্রতি পিস ডিমের দাম ছিলো সাড়ে ৫ টাকা। এমনকি খুচরা বাজারে এই ডিমের দাম ছিলো প্রায় ৬ টাকা। রাজ্যে আলুর দাম পড়তে না পড়তেই ফের বাড়লো ডিমের দাম।
একদিকে করোনা, অন্যদিকে চাকরি চলে যাওয়া। সব মিলিয়ে এই চরম দুর্দিনে রোজকার পাতে ভরসা একমাত্র ডিম। আর সকাল বিকেল বাঙালির পাতে ডিম থাকবে না এমন ভাবাটাও অদ্ভুত, আবার অনেকে আছেন জল খাবার বা বিকেলের টিফিনেও ডিম খান। কিন্তু এই আকালের বাজারে যদি এই হারে বাড়তে থাকে ডিমের দাম তাহলে না খেয়েই মরতে হবে আম জনতাকে।